সাংবাদিকদেরকে নিবন্ধন প্রক্রিয়ায় আনার দাবিসহ সব ধরণের অধিকার আদায়ের প্রত্যয় নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রা শুরু করেছে সাংবাদিক ইউনিয়ন। মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে সংগঠনটির আত্মপ্রকাশ হয়।
দেশ রূপান্তরের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মো. মনির হোসেনকে আহবায়ক ও কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু, আলোকিত বাংলাদেশ এর প্রতিনিধি ফরহাদুল ইসলাম পারভেজকে যুগ্ম-আহবায়ক করে ১১ সদস্যের এ কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, করতোয়া প্রতিনিধি মো. শাহজাহান সাজু, ফিনান্সিয়াল এক্সপ্রের প্রতিনিধি জসিম উদ্দিন, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মুজিবুর রহমান খান, যমুনা টিভি ও যুগান্তরের প্রতিনিধি মো. শফিকুল ইসলাম. আরটিভি প্রতিনিধি আজিজুর রহমান পায়েল, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড প্রতিনিধি আজিজুল ইসলাম সঞ্চয়, এটিএন বাংলার ক্যামেরাপারসন সুমন রায়, লাখো কণ্ঠের প্রতিনিধি মো. বাহাদুর আলম।
প্রেস ক্লাবের সাবেক সভাপতি খ আ ম রশিদুল ইসলামের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন, সহ-সভাপতি পিযূষ কান্তি আচার্য, সাবেক সাধারন সম্পাদক আ ফ ম কাউছার এমরান, সমকালের নিজস্ব প্রতিবেদক আবদুন নূর, উইকলি ভিউ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, ফিনান্সিয়াল এক্সপ্রেসে প্রতিনিধি মো. জসিম উদ্দিন। সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক মো. মনির হোসেন।
Leave a Reply