শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:১৭ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিকে প্রেসক্লাবের আজীবন সদস্য পদ প্রদান করলেন

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিকে প্রেসক্লাবের আজীবন সদস্য পদ প্রদান করলেন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।

যারা প্রকৃত সাংবাদিক তারা হলুদ সাংবাদিকতা পছন্দ করেন না বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদীর চৌধুরী। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ভবনের ৬ষ্ঠ তলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

এর আগে সকালে আনুষ্ঠানিকভাবে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ৬ষ্ঠ তলা উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, আমরা সাংবাদিকতার স্বাধীনতায় বিশ্বাস করি। জননেত্রী শেখ হাসিনার সরকার স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করে। সাংবাদিকদের যে কোন সমস্যায় আমরা পাশে থাকবো। সাংবাদিকদের জন্য কল্যাণ ট্রাস্ট করা হয়েছে তার পেছনে জননেত্রী শেখ হাসিনার বিশাল অবদান রয়েছে।
তিনি আরও বলেন, আমরা কোনো ধরনের নোংরামী মুক্ত প্রত্যাশা করি। যারা প্রকৃত সাংবাদিক তারা হলুদ সাংবাদিকতা পছন্দ করেন না তা আমরাও করি না। সাংবাদিক নির্যাতনে যারা জড়িত তাদেরকে ঘৃনা করি। আগে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ছিলাম এখনো আছি এবং সবসময় থাকব।
পরে প্রেসক্লাবের মিলনায়তনে এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিকে প্রেসক্লাবের আজীবন সদস্য পদ প্রদান করা হয়। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, প্রেসক্লাবের আহবায়ক খ আ ম রশিদুল ইসলাম, সদস্য সচিব দীপক চৌধুরী বাপ্পী সহ প্রেসক্লাবের সাংবাদিক সহ সুশিল সমাজের প্রতিনিধিরা। প্রেসক্লাবের নিজস্ব তহবিল ও র আ ম উবায়দুল মোকতাদীর চৌধুরীর আর্থিক অনুদানে ৬ষ্ঠ তলার নির্মাণ হয়েছে করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD