নিডস নিউজ ডেক্সঃ
আগামী বছর ভারতের সঙ্গে যৌথভাবে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপন করা হবে। এ উপলক্ষে আগামী বছরের ২৬ মার্চ বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীদ্বয় যৌথভাবে চিলাহাটী-হলদিবাড়ী রুটে রেল চলাচল উদ্বোধন করবেন বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
নীলফামারীর ডাঙ্গাপাড়া সীমান্তের ৭৮২ নম্বর পিলারের কাছে রেলপথ পরিদর্শণ শেষে ২৮ আগস্ট চিলাহাটি রেলস্টেশন প্লাটফরমে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
তিনি বলেন, কোভিডের কারণে এ প্রকল্পের কাজ কিছুটা পিছিয়ে যাওয়ায় বাংলাদেশ অংশে দেড় কিলোমিটার এবং ভারত অংশের দুইশ মিটার কাজ অসম্পূর্ণ রয়েছে। চলতি সপ্তাহে বাংলাদেশ অংশের কাজ শেষ হবে।
মন্ত্রী আরও বলেন, এ রেলপথ চালু হলে নেপাল, ভুটান ও ভারতের উত্তরাংশের মধ্যে চলাচল করবে যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন। এতে দুই দেশের মানুষের যাতায়াত ও মালামাল পরিবহন সহজ হবে। এ অঞ্চলে শিল্পায়ন, ও উন্নয়ন ত্বরান্বিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-রেলপথ সচিব সেলিম রেজা, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোখলেছুর রহমান, বিজিবি ৫৬ এর অধিনায়ক মামুনুল হক, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমানসহ আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ।
Leave a Reply