এস এম শাহনূর
তুমি আর আমি ছাড়া সবাই ঘোর মিথ্যাবাদী
তুমিও মিথ্যুক ছিলে যখন হয়নি বিয়ে শাদী।
তুমি ভেজাল হলে আমিও পুরো ভেজাল
নির্ভেজালের হিসেব নিকেশ করবে মহাকাল।
এখন অবিশ্বাসী সময় অতিক্রম করছে মহাকাল
সম্পর্ক,দয়া দাক্ষিণ্যতা,জনসেবার নামে ভেজাল।
প্রেম,ভালোবাসা,স্নেহে অবিশ্বাসের গন্ধ
প্রতিশ্রুতি, বিশ্বাসের সকল দুয়ার বন্ধ।
সারা বেলা ঘুরেফিরে দিন শেষে সব পাখী ঘরে ফিরে
আমিও এতটুকু সুখের আশায় ফিরি তোমার নীড়ে।
সাইবেরিয়ার শীতলতায় নিথর দেহ আমার সবার
আড়ালে
উষ্ণতা খোঁজে তোমার ঠোঁটে,কপোল আর বক্ষযুগলে।
Leave a Reply