নছিব উদ্দিন
১ বুঝলি নারে কানাই
করলি শুধু ধানাই-ফানাই
ভবের এ রঙের মাঝে
ডুবে রইলি সঙের সাজে
এমনো ক্ষণে –
এ রঙের ফোয়ারায়
তোরে কি আর মানাই
ওরে – মদনা কানাই ।
২
ভবের এ ক্ষণে
দেখলি জনে জনে
রাখলি না রে মনে –
আলমে আরো হাতে
বলেছিলি কি পণে ।
দিন কাটাইলি করে ভণ
তাই ছুটেছে তোর জীবন পণ
কানারে তোর অজান মন
ধরবে একদিন মন মহাজন ।
Leave a Reply