বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৮:১০ পূর্বাহ্ন

মদনা কানাই

নছিব উদ্দিন
১ বুঝলি নারে কানাই
করলি শুধু ধানাই-ফানাই
ভবের এ রঙের মাঝে
ডুবে রইলি সঙের সাজে
এমনো ক্ষণে –
এ রঙের ফোয়ারায়
তোরে কি আর মানাই
ওরে – মদনা কানাই ।

ভবের এ ক্ষণে
দেখলি জনে জনে
রাখলি না রে মনে –
আলমে আরো হাতে
বলেছিলি কি পণে ।
দিন কাটাইলি করে ভণ
তাই ছুটেছে তোর জীবন পণ
কানারে তোর অজান মন
ধরবে একদিন মন মহাজন ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD