সোলেমান খান
মানুষের মন বদলায়
যেমন বদলায় রঙ,
রোদে,তাপে মুছে যায়
মন আর প্রিয় রঙ।
মানুষের ঢঙ বদলায়
উৎসের স্মৃতি হারায়,
প্রীতির জ্যোতি হারায়
জীবনের স্রোত বাড়ায়।
মানুষ অমানুষ হয়
লোভে আর তাপে,
মানুষ দানব হয়
লোভাতুরদের ভাঁপে।
মানুষ ভূলে যায়
ভূলে যায় আপন কে
বিপর্যয় হলে তার
খোঁজে সে নিজেকে।
মানুষ অমানুষ হয়
কৃতজ্ঞ নাহি হয়,
মানুষ অমানুষকে
তাইতো করে ভয়।
Leave a Reply