ফারুক আহমেদ
রাত জেগে জোনাকি আলো দেয়
ঘুমের মধ্যে দিন আসে
ভালবাসার আকাশ জুড়ে ভেসে ওঠে একটা মুখ
রাতের অন্ধকারে তারা দেখি মিটিমিটি হেসে কথা বলে
মায়াভরা মুখ চোখ বৃষ্টিতে ভিজতে থাকে
সব কিছু নিভে গেছে…
বেবাক পৃথিবী
কথা বলার মানুষ কই?
এখন শুধু পাখিরাই কথা বলে।
Leave a Reply