সুমিতা সরকার ঘোষ (ম্যাহেক)
মুহূর্তকে সম্মান করুন
অসাধারণ প্রেমের উথাল-পাতাল
ঢেউ ছুঁতে চায় এ কাব্য
সময় প্রতি মুহূর্তে নতুন কাহিনী লেখে,
আর আমি শুধুই ভাববো।
অভিনয়ে বিবেক লুঠ,
হৃদয় দিশেহারা,
সময় শুধু সময় মত,
জানিয়ে দেয় সাড়া
পর্ব – (১)
অনুভূতি যে কি গভীর হয় তার প্রমাণ পেয়েছ কোন দিন??
ক্ষণ, মূহুর্ত, কাল, সময়ে, জড়িয়ে কত ঋণ??
এমন এমন মূহুর্ত আছে যা প্রাণের চেয়েও প্রিয়?
কল্পনার স্মৃতিতে বোনা, অন্তরে জড়িয়ে নিও।
পর্ব – (২)
কামিনী কাঞ্চনে নষ্ট প্রতিক্ষণ, বিশ্ব চরাচর শুধুই শূন্য,
পৃথিবীতে শুধু তিনটে সত্য, ঈশ্বর, সময়, আর মূহুর্তে পূর্ণ।
পর্ব – (৩)
হাতের মুঠোয় সব কিছুই, শুধু সময় নয়,
ছুঁয়ে দেখ মূহুর্তগুলো কি ভীষণ মিষ্টি হয়।
সোনালী আলোর হীরকখণ্ড ছড়িয়ে ছিটিয়ে আছে,
ধরতে গেলেই শূন্যে অধরা,
কুচি কুচি খন্ড গুলো শুধু সময়ের সাথে বাঁচে।
শুনেছি মূহুর্তরা নাকি সোনার চেয়েও দামী,
একবার হারালে ফিরে আসে না আর তাই দু হাতে রাখো যত্ন করে,
হাজার চেষ্টাতেও যায়না একত্রীকরণ,
ছিঁড়ে যায় সব সোনার অঙ্গীকার।
মূহুর্ত সযত্নে মূহুর্তের সঙ্গে গাঁথা,
মূহুর্তেরা মূহুর্তের কাছে অঙ্গীকারে বাঁধা।
এমন অনেক মূহুর্ত আছে, যা বাকরুদ্ধ করে রাখে,
মূহুর্তেরা পাশাপাশি মিলেমিশে থাকে।
মূহুর্তেরা টুকরো টুকরো ছড়িয়ে ছিটিয়ে নয়,
চোখে লেগে থাকা কল্পনার সৌন্দর্য্য অন্তরে গেঁথে রয়।
মূহুর্ত গুলো যদি কখনও কোথাও হারিয়ে যায়,
মন শুধুই স্মৃতির রাস্তা ধরে তাকে খুঁজে পায়।
কাটা ছেঁড়া অনেক হিসেবও মূহুর্তের সঙ্গে বাঁধা,
হাজার চেষ্টা করেও বোধ হয় যায়না তাকে সাধা।
একবার সরে গেলে মূহুর্তেরা বিলীন,
সময়ের সঙ্গে একে অন্যের চুক্তি বদ্ধ ঋণ।
পর্ব – (৪)
মূহুর্তেরা অনেক দামী, সাক্ষী ঘটনার,
সুখ, স্মৃতি, ভাললাগা, সঙ্গে জড়িয়ে থাকা তার,
ভালবাসার স্পর্শে আবেশ, সময়ে বন্দী থাকে,
মূহুর্তেরা যত্ন করে, তাকে ধরে রাখে।
জীবন এক জটিল অঙ্ক, সময়ের হাতে বন্দী,
মূহুর্তেরা পাশাপাশি মিলে, করে আছে সন্ধি।
এমন ঘটনা অনেক, মূহুর্তের মালায় গাঁথা,
স্মৃতিতে আষ্ঠেপৃষ্ঠে, জড়িয়ে আছে বাঁধা।
বন্দী হোক মূহুর্ত, উপলব্ধি সারাজীবন।
সুখস্মৃতি হয়ে থাকবে, স্বপ্ন আমরন।
ইচ্ছে করে মূহুর্তগুলো, হাতে ছুঁয়ে দেখি,
পরক্ষনেই সব শূন্যে বিলীন, মন বলে “একি”।
পর্ব – (৫)
মুহূর্তদের মুহূর্ত যাপন, মুহূর্তকে ঋণী করে,
মুহূর্তরা জড়িয়ে আছে, মুহূর্তের ঋণ ভারে।
পর্ব -(৬)
স্মৃতির দিনগুলোকে অনুভূতিতে ছুঁয়ে দেখাে,
মূহুর্তেরা পাশাপাশি দাঁড়িয়ে,
কল্পনার সেতু ধরে হাঁটছে ইতিহাস,
অতীত, বর্তমান, ভবিষ্যৎ কাছাকাছি
সময় – সময়ে মারবে কষিয়ে চাবুক,
নীরব অভিমান শুধু যন্ত্রণার হাত বাড়িয়ে…………
পর্ব – (৭)
মুহূর্তেরা বড় অভিমানী, কখনও কখনও হৃদয় ছুঁয়ে সময়ের আঁচলে মুখ লুকোয়।
কল্পনার মনে জাগে ঈর্ষা, মুহূর্ত তো তারই অংশ, তবে কেন সবাই তাকে উপেক্ষা করে??
শুধুই মুহূর্তের ইশারায়??
পর্ব – (৮)
অভিমানে মুহূর্তরা বোধ হয় নিয়ন্ত্রণহীন,
স্মৃতি ছুঁয়ে কল্পনায় দিগন্ত বিলীন।
হীরক খন্ডের চেয়েও টুকরো টুকরো দামী,
ভাবনার জগতে একা পড়ে আছি আমি।
মুহূর্ত হোক যত্নশীল বিকল্পে সংরক্ষিত,
হৃদয় আর নয়ন মণিতে একযোগে সমাহিত।
পারলে যত্নে রাখুন ধরে একে আজন্ম ভোর,
কল্পনা, স্মৃতি, অতীত, ইতিহাস, সবই অংশ ওর।
পর্ব – (৯)
সুদূরে কল্পনার বিস্তার,
মনের আকাঙ্খিত চিন্তার ব্যপ্তি, প্রসার,
মুহূর্ত সুদূরপ্রসারী আর
কথামালায় ভালবাসার প্রচার…………..
স্বপ্ন, কল্পনা, ক্ষণ, চাওয়া,
পাওয়া একই সূত্রে বাধা,
মস্তিষ্ক খুঁজে পায়না পথ,
মননে হৃদয় আধা।
পর্ব – ১০
মুহূর্ত অটোগ্রাফ দেয়
সময়ের অদৃশ্য খাতায়,
পাপ, পুণ্য, কৃতকর্মের,
পুনরাবৃত্তি সেই হিসেবেরই পাতায়……..
জীবনের সব মূহুর্তরাই বোধ হয়,
আঙ্গুলের ফাঁক দিয়ে গলে যায়,
যেমন ভাবে হাতের ফাঁকে জল
ঠিক আকাশের মেঘ যেমন অভিমানে
বৃষ্টির ফোঁটা হয়ে মাটিকে আঁকড়ে ধরতে চায়।
টুকরো টুকরো ক্ষণ দিয়ে দিনের
সামান্য অংশ মূহুর্ত মাপা হয়,
মুহূর্ত মাপার অদ্ভুত একক সময়,
মুহূর্তেরা কিন্তু চোখে দেখা যায় না,
অথচ সব অসাধারণ হয়।
যেই সময় দিয়ে একটু একটু
করে মুহূর্ত গাঁথা রয়,
মজার বিষয়, মুহূর্ত উধাও হলে
সময়ও হঠাৎ উধাও হয়।
এমন এক একটা মুহূর্ত
আছে যা ভীষণই মধুর,
মনেই আবেশ লাগে যে সবকিছুই অনুরনণে জড়িয়ে থাকে।
সেই মুহূর্তে গায়ে কাটা দেয়,
অাবেশে থাকে অতীতের স্মৃতি সুদূর…..
নৈশব্দেরও একটা শব্দ আছে যা আত্মার অনুভব এনে দেয়।
অনুভবে থাকলে তবেই তো মুহূর্তে খুঁজে পাওয়া যায়…………!!
আবেশের অনুরণনে যে মুহূর্ত হয় রচনা,
হয়তো তা ক্ষণস্থায়ী,
কিন্তু দীর্ঘকাল ব্যাপী স্মৃতির এক বিস্তৃত বর্ণনা………
স্বপ্ন, সময়, সুযোগ এই তিন যোগেই হয় মুহূর্ত স্থাপন,
স্মৃতির ইতিহাসে পুরোনো অতীত, এক অনাস্বাদিত আবেশের অনুরণন।
মুহূর্ত কিভাবে হয়েছিল সৃষ্টি,
কে দেবে তার প্রমাণ??
আদি অনন্ত কালের সময়ের একক,
হয়ত অলক্ষ্যে নিয়তিরই দ
Leave a Reply