নিজস্ব সংবাদ।।
রবিবার পশ্চিমবঙ্গের কল্যাণীর ২নং বাজার সংলগ্ন ‘আন্তর্জাতিক বাংলা ভাষা ভবনে’ সাড়ম্বরে প্রকাশিত হল কুশল মৈত্র সম্পাদিত ‘মৈত্রীদূত’ পত্রিকার শারদ সংখ্যা–১৪২৭। মঞ্চে একযোগে পত্রিকাটির আনুষ্ঠানিক প্রকাশ করেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক পীযূষ বাগচি, কবি ও গল্পকার সুখেন্দু বিকাশ মৈত্র, কবি রণজয় মালাকার ও কবি সুকান্ত চট্টোপাধ্যায় প্রমুখ। এদিন সমস্ত রকম বিধিনিষেধ যথা মাস্ক-স্যানিটাইজার, সামাজিক দূরত্ব বজায় রেখেই পত্রিকা প্রকাশ পায়। প্রায় ১২৫ জন লেখকের কলমে সেজে উঠেছে এবারের শারদীয় সংখ্যা। কিরণ শঙ্কর মৈত্র, প্রভাত চৌধুরী, পাপড়ি ভট্টাচার্য, দ্বিজেন আচার্য, বিপ্লব মাজী, কৃষ্ণা বসু, তুষারকান্তি রায়, তৈমুর খান, মৃদুল দাশগুপ্ত, অরুণ কুমার চক্রবর্তী, গোলাম রসুল, তাজিমুর রহমান, পীযূষ বাক্চি, সার্থক রায়চৌধুরী, গোবিন্দ ব্যানার্জী, স্বপন শর্মা, কৃষ্ণা গুহ রায়, তাপস গুপ্ত, হরিৎ বন্দ্যোপাধ্যায়, কাজল চক্রবর্তী, বিশ্বজিৎ বাগচী, দীপক সাহা, দেবনারায়ণ মোদক, সিদ্ধার্থ সিংহ, নিত্যরঞ্জন দেবনাথ, প্রগতি মাইতি, অমিতাভ দাস, জ্যোতিপ্রকাশ সাহাসহ আরও গুণিজনের কলমে কবিতা, ভ্রমণোপন্যাস, গল্প, অণুগল্প, প্রবন্ধ-নিবন্ধ, রম্য রচনা, ভ্রমণ কাহিনি, গ্রন্থ সমালোচনা ও চিঠিপত্রে সমৃদ্ধ এবারের শারদ সংখ্যাটি সুধীজনের দৃষ্টি আকর্ষণ করে। গতবারে শারদীয়া ‘মৈত্রীদূত’ পত্রিকার প্রকাশ করেছিলেন কথাশিল্পী নলিনী বেরা মহাশয়। প্রায় শতাধিক মানুষের সমাগম হয়েছিল। এবারে কোভিড-১৯ এই মহামারীতেও ত্রিশজন লেখক-সাহিত্যিকদের উপস্থিতি লক্ষ্য করার মতো। এদিন পত্রিকা সম্পাদক শ্রী কুশল মৈত্র বলেন- “আমরা এই দুঃসময়ে পত্রিকা প্রকাশ করতে পেরে খুবই আনন্দিত। চারিদিকে পত্রিকা প্রকাশ যখন অনলাইনে হচ্ছে তখন আমরা পত্রিকা মুদ্রণ আকারে প্রকাশ করতে পেরে গর্বিত। আর এই অতিমারীতেও যে দূর দূর থেকে থেকে ছুটে এসেছে সাহিত্যের প্রতি অনুরাগী হয়ে তাতে আমি সত্যিই আপ্লত।”
‘মৈত্রীদূত’ শারদীয়া বই প্রকাশ অনুষ্ঠানে স্বরচিত কবিতা ও বক্তব্যে ছিলেন পীযূষ বাগচি, সুখেন্দু বিকাশ মৈত্র, সুকান্ত চট্টোপাধ্যায়, প্রবীর রায়, রণজয় মালাকার, তমাল সাহা, পরিমল চন্দ্র মন্ডল, যুগান্তর মিত্র, চন্দন সাহা, বিমল চন্দ্র গড়াই, সোনালী ঘোষ, চৈতালী বসু, প্রসূন দত্ত রায় প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সীমা রায় ও অনুশ্রী দাসঘোষ।
Leave a Reply