বিধানেন্দু পুরকাইত
(কলকাতা)
তুই কে রে ওই পাকিস্তানি
রাজাকারের বাচ্চা
দেখ বুকে হে লেখা আছে
বাঙালীরা সাচ্চা।
বাঙালীরা ভয় পায় না
হয় না রাজাকার
তুই বাঙালী রাজাকার
রক্ত দেখি কার!
পাকিস্তানি রক্ত স্রোত
তোর শরীরে বয়
তাই যে হলি রাজাকার
বাঙালী তো নয়।
শুনে রাখ রে রাজাকার
পাকিস্তানির বোনাই
বীরের জাতি বাঙালীরা
বেইমানি তার নাই।
Leave a Reply