মোঃ আমির হোসেন, ঝালকাঠিঃ
ঝালকাঠির রাজাপুরে সরকারি খাল দখলের অভিযোগ উঠেছে মো. নুর হোসেন খানের বিরুদ্ধে। উপজেলা সদরের সাংগর রাস্তার ব্রীজ সংলগ্ন বাড়ানি খালের মধ্যে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ এ ঘটনায় অজ্ঞাত কারনে স্থানীয় প্রশাসন নিরবতা পালন করছে। নুর হোসেন খান উপজেলার শুক্তাগড় ইউনিয়নের সাংগর গ্রামের মৃত আসাদ খানের পুত্র।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, নুর হোসেন ঐ এলাকায় জায়গা ক্রয় করে বাড়ি নির্মাণ করেছে। তার বাড়ির সামনের রাস্তার অপর প্রান্তে খালের মধ্যে ১০ ইঞ্চি পাকা ওয়াল দিয়ে স্থাপনা নির্মানের প্রস্তুতি চলছে। এছাড়াও পাশেই খালের মধ্যে নির্মাণ করা হয়েছে ব্যক্তিগত ঘাটলা। যার ফলে পানি চলাচলে বিঘœ সৃষ্টি হয়ে নৌকা চলাচল বন্ধ হওয়ার উপক্রম।
স্থানীয়দের অভিযোগ সরকার যেই মুহুর্তে সারাদেশে খাল দখল মুক্ত করছে। ঠিক সেই সময় এ উপজেলায় একের পর এক খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণে মেতে উঠেছে। একজনের খাল দখলের প্রতিকার না হলে পরের দিন অন্য জনেরাও খাল দখলে উৎসাহিত হচ্ছে। তাই এখনি এর বিরেুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়া জরুরী হয়ে পরেছে। স্থানীয়রা আরো জানায়, ইউএনও সোহাগ হাওলাদার বদলি হওয়ার পর থেকেই অসাধু ব্যক্তিরা মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করেছেন। তাই বিদায়ী ইউএনও দখলকারীদের বিরুদ্ধে যে ভূমিকা রেখে ছিলেন সেই ধারা অব্যাহত রাখতে নবাগত ইউএনও‘র কাছে স্থানীয়দের দাবী।
খাল দখলের ব্যাপারে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন বলেন, সরকারি জমিতে যদি অবৈধ ভাবে ওয়াল নির্মাণ করে থাকেন তবে সেটি থাকবে না ভেঙ্গে ফেলা হবে।
Leave a Reply