১.
বোকামি ও ভালবাসা
‘এই তুমি কি হাসছো? ‘
উত্তরে দুষ্টুমিভরা দৃষ্টিতে বললে
এই হাসি আমার বোকামির জন্য।
প্রেমে পড়লে মানুষ বুঝি, আমার মতো
এমনতরো হয় !
চোখের কোলে নামে অমাবস্যা,
চুলগুলো হয় অযত্নে বেড়ে ওঠা
ফনিমনসার ঝোঁপ
আর ঠোঁটগুলো কেঁপে উঠে অযাচিত অভিমানে।
আমার বোকামিকে তুমি ভালবাসো বলেই,
তোমাতে আত্মসমর্পনে আমার এতো সুখ!
২.
তোমার প্রেমে
আমি ক্ষণিকের এক পশলা বৃষ্টি।
শুধু তোমার কাছে এলেই বহতা নদী।
কখনো আমি অহল্যা, প্রস্তরখণ্ড বিশেষ
আর তুমি আমার মাঝে দেখো পাহাড় ।
আমি বাতাস হয়ে খেলতে চাই তোমার চুলে
কিন্তু তুমি আমাকে বানিয়ে দাও দমকা হাওয়া।
আমি শুধু তোমার পাশে হাঁটতে চাই
কিন্তু আটকে আছি তোমার হৃদয় পিঞ্জরে।
৩.
একটু ছোঁয়া
একটু ছুঁয়ে দিলেই পাড়ি দিতে পারি প্রশান্ত।
তবে প্রশান্ত পাড়ি দিতে পারবো বলে
এটা ভেবো না যে, আমি শান্ত।
অশান্ত হৃদয়ে যখন তুমি আসো তখন ঝড় আসে,
ভূমিকম্পের মতো কম্পন অনুভূত হয়।
আমার অহরহ বাকপটুতার অত্যাচার সয়েও
তুমি কী ধীরোদাত্ত কণ্ঠে বলো কথা।
ঋজু থাকে তোমার দেহ,
অথচ আমি এলিয়ে পড়ি লতার মতো
আর তুমি বটের মতো আমাকে আশ্রয় দাও।
আমার সমস্ত তোমাকে অর্পণ করার পরেও
মনে হয় কী যেন এখনো দেয়া হয়নি
অথচ তুমি আমার এইটুকু নিয়েই কতো সুখি!
ধূপ, ধূপ, ধূপ।
তোমার হৃদয়ে হাতুড়ির মতো আবেগের আঘাতে শব্দ
আমি ঠিকই শুনতে পাই,
শুধু ছুঁতে পারিনা এই অতল গহ্বরকে, প্রিয়তম।
Leave a Reply