বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২০ অপরাহ্ন

শিরোনাম :
ঐতিহ্যবাহী আড়াইবাড়ী দরবার শরীফের ৮৬ তম ইছালে ছাওয়াব মাহফিল আজ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে কসবায় কৃষক সভা অনুষ্ঠিত রাজধানীতে ঐশী বাংলা জাতীয় সাহিত্য সম্মেলন-২০২৫ সম্পন্ন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল মান্নান ভূইয়ার জানাযা ও দাফন সম্পন্ন কসবা ইমাম প্রি-ক্যাডেট স্কুলের নতুন ভর্তির মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত আল্লামা মরহুম গোলাম সারোয়ার সাঈদী (র) এর দোয়া মাহফিল সম্পন্ন কসবায় সবুজ সংঘের শিক্ষাবৃত্তি ও মানবিক সহায়তা প্রদান বাংলাদেশের জনগণ কারও দাদাগিরি একদম পছন্দ করে না: গোলাম পরওয়ার ভারতের গণমাধ্যমগুলো যে ভূমিকা নিয়েছে তা দুদেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়ক নয় -পররাষ্ট্র উপদেষ্টা কসবা প্রেসক্লাব কার্যালয়ের জানালার গ্রীল ভেঙে দিয়েছে দুবৃত্তরা, প্রকৃত রহস্য উদঘাটনের দাবি সাংবাদিকদের
রোমাঞ্চিত করলে তুমি

রোমাঞ্চিত করলে তুমি

নাহার আহমেদ

কাশের বনের ধার ঘেষে যে
ছোট্ট বুনো পথ
থেমেছিল সেইখানেতে
প্রথম আমার ভালোবাসার রথ।
ঝিরিঝিরি সুরের দোলায়
হ্দ্য় ছিল মেতে
একমুঠো নীল ভালোবাসা পেতে ।
কাব্য ডানা মেলে দিলেম
ঐ যে আকাশটাতে
ছন্দগুলো সংগে নিয়ে
শিশির ভেজা মিষ্টি আকাশটাতে।
মেঘেদের ভেসে যাওয়া
দেখতে দেখতে কখন যেন
আনমনা হয়ে যাই ।
ও আকাশ ! তুমি দাওনা খানিকনীল ।
হৃদয়ের ক্যানভাসে আঁকবো
ভালোবাসার ছবি ।
লাজুক সিক্ত ঘাসের তুলিতে ।
মেঘবালিকার খোলা বুকটাতে
একরাশ নীলাভ যন্ত্রনা ।
শরৎ এসে কখন যেন
মধুর পরশ বুলিয়ে স্নিগ্ধতার অবগাহনে তাকে সিক্ত করে যায় ।
শরৎতোমার “অরুনআলোরঅন্জলী “
আমার সারা অঙ্গে এক নাবলা শিহরণ ,বিসুভিয়াসের লাভা
টগবগে উত্তাপ আমার রন্ধ্রেরন্ধ্রে
কড়া নেড়েছিল ।
অনুভূতির পাখায় ভর করে
উড়াল দিতে ইচ্ছে করলো
সেই আকাশটাতে ।
যেখানে শরতের লাজুক মেঘেদের
লুকোচুরি খেলা,নীলান্জনার মিষ্টি পরশ
দুহাত বাড়িয়ে আছে আমায় আলিঙ্গন করতে ,হৃদয়ে আমার
রঙ ছড়াতে ।
তাইতো গাইতে ইচ্ছে করলো
“হৃদয় আমার নাচেরে আজিকে
ময়ুরের ও মতো নাচেরে “

—————**______________

পূনরজন্ম
নাহার আহমেদ

বেশ কদিন ধরে খচ্ খচ্ করে
সুঁই এর মতো বিঁধছিল বুকেরভেতর একটা চাপা কষ্ট ।
একরাশ দীর্ঘশ্বাসের সমঝোতায়
যন্ত্রনার পুঁটুলিটা নামালাম ।
ওমা ! এ যে দেখছি গড়ের মাঠ।ফাঁকা ,পুরোনো ন্যাকরার মতো ।
জমে থাকা কিছু অভিমান ক্ষোভ
নিজেকে বেশ হালকা লাগছিল ।
নতুন করে শ্বাস নিলাম ।মনেহলো খোলস বদলালাম ।
গত কদিনের বিনিদ্র রাতের
একমাত্র সঙ্গীটাকে সযতনে
ড্রয়ারের অন্ধকারে কারাবন্দিকরলাম ।
বুকের ভেতর যন্রনার দাবদাহ নেই
বাইরে শ্রাবণের সুললিত নূপুরের নিক্কন ।
নতুন করে স্বপ্নের হাতছানিতে
বিভোর হলাম ।
মিথ্যে অভিমানের আড়ালে কঠিন সত্যিটাকে অনেক আগেই
দাহ করেছি ঘৃনার চিতায় ।
আলপনা আঁকা জীবনটা
কালির আঁচড়ে বৃষ্টিহীনখরার মাটি ।ফেটে চৌচির ।
নেতিয়ে পড়া সুখেরা অসাঢ় ।
আজযে আমার পূর্নজন্মের ক্ষণ ।
নতুন করে বিশ্বাসের সামিয়ানায়
রাঙিয়ে নেবো ক্যানভাস ।
জেগে উঠা নতুন চরে গড়বো
কল্পিত স্বপ্নের ভাস্কর্য
———-x————-

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD