মোঃ জসিম উদ্দিন
লিখনী দিয়ে সুখ আঁকে কেউ,
কেউবা আঁকে কষ্ট।
লিখনী দিয়েই অসাধুজনেরা,
সমাজ করে নষ্ট।।
লিখনী দিয়েই কাব্য রচেন,
সুশিল কবিগন।
লিখনী দিয়েই পাপীরা মানুষের,
বিষিয়ে তুলে মন।।
লিখনীর ছোঁয়ায় উঠে ফুটে,
আল্লাহ্-রাসুলের শান।
আবার, লিখনীতেই প্রমান হয়,
লিখক-কবির মান।।
লিখনীই আনে শান্তি-প্রগতি,
মানবতার পথ ধরে।
লিখনীই জ্বালায় অশান্তির অনল,
সারা বিশ্ব জুড়ে।।
লিখনী পড়লে সুজনের হাতে,
শান্তির পায়রা উড়ে।
কুজনে লিখনী ধরলে হাতে,
অনিষ্ঠ জগত জুড়ে।।
লিখনী হোক শান্তি প্রতিষ্ঠায়,
অনন্য সেই হাতিয়ার।
লেখকরা হোক শান্তির দূত,
আকাংখা প্রাপ্তি, চাহিদার।।
Leave a Reply