রুনা লায়লা
সপাট সপাট লাঠি তেড়ে
যা চলে যা বন্য ওরে
সারা জাহানে ভুত পেতনী
রঙ মাখিয়ে রঙ্গ করে ।
ভালো ভালো সবচে আলো
নাদুসনুদুস ভোমরা মন
ভাগ-রে ভাগ এ-ভাগ ও-ভাগ
পিশাচ ছাইপাশ সে-জন ।
মুখ কচিকচি চোখ বুজি
সুখ অসুখ ধুক ধুকপুক
চুপিচুপি আলতা পায়ে
লেলিহান শিখা নিভুনিভু বুক ।
Leave a Reply