শনিবার, ২৭ Jul ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে আইন মন্ত্রী আনিসুল হক বে-সরকারি ভাবে নির্বাচিত কসবায় ভোট দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত-৪ কসবায় এলজিইডি’র শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগরতলায় স্রোত আয়োজিত লোকসংস্কৃতি উৎসব কসবা প্রেসক্লাব সভাপতি’র উপর হামলার প্রতিবাদে মানবন্ধন ও প্রতিবাদ সভা কসবায় চকচন্দ্রপুর হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণ ও ছবক প্রদান শ্রী অরবিন্দ কলেজের প্রথম নবীনবরণ অনুষ্ঠান আজ বছরের দীর্ঘতম রাত, আকাশে থাকবে চাঁদ বিএনপি-জামাত বিদেশীদের সাথে আঁতাত করেছে-কসবায় আইনমন্ত্রী আনিসুল হক ১৩ দিনের জন্য ভোটের মাঠে নামছে সশস্ত্র বাহিনী
শুদ্ধাচার ও সাহসী কবি অসীম সাহার জন্মদিন

শুদ্ধাচার ও সাহসী কবি অসীম সাহার জন্মদিন

শুদ্ধাচার ও সাহসী কবি অসীম সাহার জন্মদিন আজ।
অসীম সাহা হলেন একজন বাংলাদেশী কবি ও ঔপন্যাসিক। বাংলা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য তিনি ২০১২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ২০১৯ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।

অসীম সাহা ১৯৪৯ সালের ২০শে ফেব্রুয়ারি নেত্রকোনা জেলায় তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস মাদারিপুর। তার পিতা অখিল বন্ধু সাহা ছিলেন অধ্যাপক। অসীম সাহা ১৯৬৫ সালে মাধ্যমিক পাস করেন এবং ১৯৬৭ সালে মাদারীপুর নাজিমুদ্দিন মহাবিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। ১৯৬৯ সালে স্নাতক পাস করে তিনি ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হন। ১৯৬৯ সালে অসহযোগ আন্দোলন এবং পরে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তার স্নাতকোত্তর পরীক্ষা পিছিয়ে যায় এবং তিনি ১৯৭৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
গ্রন্থতালিকা ও সম্পাদনাঃ
পূর্ব-পৃথিবীর অস্থির জ্যোৎস্নায় (১৯৮২)
কালো পালকের নিচে (১৯৮৬)
পুনরুদ্ধার (১৯৯২)
উদ্বাস্তু (১৯৯৪)
মধ্যরাতের প্রতিধ্বনি (২০০১)
অন্ধকারে মৃত্যুর উৎসব (২০০৬)
মুহূর্তের কবিতা (২০০৬)
Refujee and the festval of death in darkness (২০১০)
সৌর-রামায়ণ (২০১১)
অক্টাভিও পাস ও ডেরেক ওয়ালকটের কবিতা (অনুবাদ) (২০১১)
কবর খুঁড়ছে ইমাম (২০১১)
প্রেমপদাবলি (২০১১)
পুরনো দিনের ঘাসফুল (২০১২) (কবিতা)
প্রগতিশীল সাহিত্যের ধারা (১৯৭৬)
অগ্নিপুরুষ ডিরোজিও (১৯৯০)
উদাসীন দিন (উপন্যাস) (১৯৯২)
শ্মশানঘাটের মাটি গল্প (১৯৯৫)
কিলের চোটে কাঁঠাল পাকে (২০০২)
শেয়ালের ডিগবাজি (২০০৭)
হেনরি ডিরোজিও (২০১০)।

পুরস্কার ও সম্মাননা
আলাওল সাহিত্য পুরস্কার (১৯৯৩)
ময়মনসিংহ সাহিত্য-সংস্কৃতি ফোরাম সম্মাননা (২০০৯)
সাতক্ষীরা জাতীয় কবিতা পরিষদ কবিসম্মাননা (২০১০)
কবিতাবাংলা কবিসম্মাননা (২০১০)
বিন্দুবিসর্গ কবিসম্মাননা (২০১১)
শৃন্বন্তু কবিসম্মাননা (কোলকাতা) (২০১১)
দিকচিহ্ন কবিসম্মাননা (২০১১)
কেন্দ্রীয় খেলাঘর আসর কবিসম্মাননা (২০১১)
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০১১)
শিল্পাচার্য জয়নুল আবেদিন পুরস্কার (২০১২)
কবিতালাপ পুরস্কার (২০১২)
ভাষা ও সাহিত্যে একুশে পদক (২০১৯)
কবি শুভ জন্মদিনে শুভ কামনা।
(তথ্য সহয়তা উইকিমিডিয়া)

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD