ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।
জাতীয় শুদ্ধাচার ২০২০-২১ অর্থ বছরের নোয়াখালী জেলার ৯ টি উপজেলার মধ্যে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএসএম ইবনুল হাসান ইভেন শ্রেষ্ঠ কর্মকর্তা হিসাবে নির্বাচিত হয়।
বুধবার (১ সেপ্টেম্বর) নোয়াখালী জেলাপ্রশাসকের কার্যালয়ে শুদ্ধাচার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন জেলাপ্রশাসক।
জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চট্রগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান (যুগ্নসচিব) উপস্থিত থেকে সুবর্ণচর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) কে শ্রেষ্ঠত্বের পুরস্কার হিসাবে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তা এবং জেলার সব ইউএনও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সুবর্ণচর উপজেলার নির্বাহী অফিসার এএসএম ইবনুল হাসান ইভেন শুদ্ধাচার পুরস্কারে নির্বাচিত হওয়ার পর নরসিংদী জেলার অতিরিক্ত জেলাপ্রশাসক হিসেবে পদায়ন হয়। পরবর্তী থেকে উপজেলায় নবনিযুক্ত নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন চৈতী সর্ববিদ্যা।
Leave a Reply