ছন্দা দাশ
অনেকদিন কোথাও যাইনি ভাবছি এবার
কোথাও যাবো।কিনতু গার্হস্থ্য জীবনের পোড় খাওয়া
দিন যাপনের ক্লান্তিতে সততই স্বপ্ন দেখতে দেখতেই
কখন বৃক্ষের মতো স্থবির হয়ে গেছি।
শাখা প্রশাখা মেলে দিয়ে শুধু সুদূরের পিয়াসী মন।
ভাবছি কোন নদী কাছেই যাই আগে।
পাড়ের আঙিনায় বাঁধবো আমার অস্থায়ী আবাস।
জোয়ারের জলের মতো আসবে অবিমিশ্র উদযাপন।
নিজেকে হারাবার আর কোন মোক্ষম অস্ত্র আমার জানা নেই।
কখনও চলন বিলের কথা মনে পড়ে।
তার বিশালতা অবশ্য হৃদয়ের কাছে মার খায়।
তবুও কেউ তার ক্ষুদ্র মন নিয়ে বিলের সামনে দাঁড়ালেই
বুঝে যায় মনের ওজন।
কতোদিন ইচ্ছে হয়েছিল পথ হতে।সেই যখন
পথের মতো হারিয়ে যাওয়ার কথা মনে পড়েছিল।
হাতের উল্টো পিঠে চোখ মুছতে মুছতে ভেবেছি কেন কাঁদছি আমি?কার জন্য?কে ভালোবেসেছিল?
কোন মুখ আমাকে দেয়নি তেমন সুখস্মৃতি।
যে মুখের দিকে তাকিয়ে বলবো এসো আমার ঘরে।
Leave a Reply