এইচ. এ ববি
অস্ট্রেলিয়া
আপন স্বার্থে গলা কেটে নিবি বলেই কি
রোপেছিলি আমায় তোর বুকের গহীনে?
কৃষক যেমন বোনে সুফলা ধানের বীজ
শীতল কাদার নরম জমিনে।
তুই তো রোপক ছিলি না রে..
ঋদ্ধ পুরুষ ঘাতক, প্রেমিক পুরুষ সেজে
লুটেরা তুই মন কামনার বাণে।
সবুজ পাতার বুক চিরে কচি ডগা
ফসল হয়ে উঠলেই রুপ নেয়,ভোগ্য পণ্যে।
আমি অবুজ বলেই সবুজ ছিলাম তোর পাতানো
আঙিনাতে… শুধু তোরই জন্যে।
টেরই পাইনি কবে আমার গলা কেটে
বেচলি আমায় ঘুমের ঘোরে ভোর বিহানে।
নিশিত পুরের হাটের খোলায় অচিন অরণ্যে।
সত্যিই তুই অনেক ধুন্ধু…বড় সওদাগর!
এক নিমিষেই হাত বদলে,আপন করিস পর।
Leave a Reply