জ্যোতির্ময় মুখোপাধ্যায়
আমাকে এক অন্ধকার খাদে
ঠেলে ফেলে দিচ্ছে রাষ্ট্র
এই কথাটা মেনে নেওয়াটাই সত্য
অথচ আমার কিছু করার নেই
বলারও নেই
ক্ষমতাকে শেখানোর ক্ষমতা নেই তার দায়িত্ব
তাই আমি অপেক্ষা করি
অপেক্ষা করি
অপেক্ষা করি এক দীর্ঘ পতনের
এই সত্যটা জেনে নেওয়াটাই সত্য
Leave a Reply