রূপশ্রী চক্রবর্তী
টুপ করে ঝরে পড়লো একটি সবুজ পাতা।
বিজ্ঞজনেরা বললেন,
‘ পাতাটির গোড়া দুষ্টু পোকার আক্রমণের শিকার,
তাই সে ঝরে পড়েছে ‘।
গ্রামবাসী বললো, ‘ছেলেপুলেরা ঢিল ছুঁড়েছে,
তাতেই এই দশা’।
পথিকরা বললো,
‘ নিশ্চয়ই কারো নজরবাণ লেগেছে, আহা! ‘
সংবাদপত্রের শিরোনাম হলো,
‘ সবুজপাতা ঝরলো কেনো? ‘
চতুর্দিকে আওয়াজ উঠলো,
‘ সবুজপাতা ঝরলো কেন,
বিচার চাই, বিচার দাও ‘।
পাতাটি জানে,
একবুক অভিমান নিয়ে তার ঝরে পড়ার কারণ।
Leave a Reply