মেহবুব গায়েন
শতাব্দী দাঁতের নীচে বেড়ে ওঠে শুকনো রুটি
পাথরের কাটা পেট – তালপাতা ছাউনে ধরে উপরে উঠে এলে নিঃশ্বাসের শব্দ দীর্ঘ হয়,
উনুন পিঠে দেখি আগুন অভিমান – শান্ত মুখ,
পূর্ব পুরুষ চকমকি পাথরে অভিব্যক্তি খুলে ছড়িয়ে আছে,
যতটা আড়াল তোমাকে,
তারও বেশি আড়ালে আমি সিনেমা বানাচ্ছি…
Leave a Reply