মৃণাল বসুচৌধুরী
যতদিন পারো মাথা নিচু করে থাকো
শিল্পে মননে বুনো না রঙিন তাঁত
যতদিন পারো নিজেকে লুকিয়ে রাখো
না হলে পড়শী দেখাবে হলুদ দাঁত
দুঃখীর মতো অবহেলা মেখে থাকো
রাজকীয় বেশে কখনো হেঁটো না একা
যোগ্যতা নিয়ে হাজার প্রশ্ন হবে
বিষমাখা জিভ মানবে না সীমারেখা
প্রতিবাদ ঘৃণা প্রকাশ না করো যদি
নিষ্ঠুর দাঁত ছোঁবে না তোমার মুখ
যুদ্ধে যখন যদি দীনতাই হাতিয়ার
সমর্পণেই জাগতিক সুখ।
Leave a Reply