একটা কথা আমি ভেবে পাচ্ছিনা সোশাল মিডিয়া
উনাকে নিয়ে এত কথা বলছে অথচ এরপর উনার
পরিবার কিভাবে চলবে সেটা একবার ও বলছেনা কেন ? সুমন তোমাকেই বলছি ৷ শুনুন সবাই
সৌমিত্র চট্টপাধ্যায়ের ছেলের নাম সৌগত এক সময় ড্রাগ অ্যাডিক্ট হয়ে গিয়েছিল ৷ সামান্য চাকরি
করতো ৷ একটি ইংরেজী কবিতার বই ও বের করেছিল এবং প্রচুর প্রশংসা ও পেয়েছিল ৷ বর্তমানে রিটায়ার্ড বাবার উপর নির্ভরশীল ৷ সৌমিত্রের স্ত্রী দীপা চ্যাটার্জী একজন ক্যান্সার পেশেন্ট বর্তমানে শয্যাশায়ী ৷ মেয়ে পৌলমী ডিভোর্সী ছেলেকে নিয়ে বাবার কাছে থাকে ছেলে
অনুরাগ অভিনয় জগতে নামার পর পরই বাইক
অ্যাক্সিডেন্টে একটা ভেজিটেবলের মতো বিছানায়
এই অবস্থায় সৌমিত্রবাবু বাধ্য হয়ে Covid উপেক্ষা
করে কাজ করতে শুরু করেছিলেন ৷ তাতেই উনি
কোভিটে আক্রান্ত হয়ে মারা যান ৷ উনার কবজ ,মাদুলির বিজ্ঞাপনের কাজ দেখে যারা নিন্দা করেছিলেন তাদের বলছি , নিরুপায় হলে সবাই করতে বাধ্য কার ও জীবন না জেনে নিন্দা করা
মারাত্মক অন্যায় ৷
বিপ্লব উনার রক্তে ৷ পরের পর্বে লিখে জানাবো,,,,
Leave a Reply