শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৭:৪৩ অপরাহ্ন

স্ত্রী-সন্তানসহ করোনাক্রান্ত নন্দিত অভিনেতা আজিজুল হাকিমের অবস্থা গুরুতর

স্ত্রী-সন্তানসহ করোনাক্রান্ত নন্দিত অভিনেতা আজিজুল হাকিমের অবস্থা গুরুতর

ফাইল ছবি।।
বাকের সরকার বাকের।।

স্ত্রী-সন্তানসহ করোনাক্রান্ত নন্দিত অভিনেতা আজিজুল হাকিমের অবস্থা গুরুতর। এজন্য তাকে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ পথনাটক পরিষদের সহ-সভাপতি অভিনেতা মিজানুর রহমান ।

মঙ্গলবার (১০ নভেম্বর) করোনা সন্দেহে জমা দেওয়া নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে অভিনেতা আজিজুল হাকিম, তার স্ত্রী নাট্যকার জিনাত হাকিম ও সন্তান হৃদের।

তারা নিজেদের বাসায়ই আইসলোশনে ছিলেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আজিজুল হাকিম জানান, শরীরে জ্বর অনুভব করার পর টেস্ট করান তারা।

এখনো তার শরীরে জ্বর থাকলেও জিনাত ও হৃদের জ্বর নেই। তা ছাড়া তাদের অন্যান্য সমস্যাও নেই।
ডাক্তার বলেছেন, বাসায় থেকেই চিকিৎসা নিলে চলবে। তারা নিয়মিত ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখছেন। সবার দোয়া চেয়েছেন। দ্রুত সুস্থ হয়ে আবার কাজে ফিরতে চান অভিনেতা

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD