মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৬ অপরাহ্ন

স্রোত আয়োজিত ত্রিপুরা বইমেলায় ‘কবি শামসুর রাহমান পূর্বাপর সম্মাননা’ প্রদান

স্রোত আয়োজিত ত্রিপুরা বইমেলায় ‘কবি শামসুর রাহমান পূর্বাপর সম্মাননা’ প্রদান

রবিউল ইসলাম খান।।

শ্রোত আয়োজিত আগরতলা প্রেসক্লাবে ৬ অক্টোবর, ত্রিপুরা বাংলাদেশ বইমেলায় ‘কবি শামসুর রাহমান পূর্বাপর ‘ প্রদান করা হয়।
ভারতের মোট ৫ জন শিল্প সাহিত্যের সেবকদের মধ্যে এ সম্মাননা প্রদান করা হয়।তাঁর একজন শিলচরের কবি ও সম্পাদক মিতা দাস পুরকায়স্থ।ছবিতে তিনি সম্মাননা গ্রহণ করছেন।
তাঁর হাতে পূর্বারের পক্ষে সম্পাদক ও প্রকাশক হাসনাই সাজ্জ্দী ও কার্যকরী সম্পাদক কবি লোকমান হোসেন পলা,এই উপস্থিত ছিলেন কবি আবতুল আওয়াল,পান্ডুলিপির প্রকাশক বায়জিদ মাহমুদ ফয়সাল,কবি রবিউল ইসলাম খান।
সম্মাননা প্রাপ্ত অন্যান্যরা হলেন কবি ও সম্পাদক গোবিন্দ ধর,কবি ও সম্পাদক শাশ্বতী দাস,কবি ও সম্পাদক বিজন বোস ও কবি, সম্পাদক ড. অপর্না গাঙ্গুলী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD