সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০১:৪৫ অপরাহ্ন

হায়দরাবাদের পুরনিগমের ভোটে এগিয়ে গেরুয়া শিবির

হায়দরাবাদের পুরনিগমের ভোটে এগিয়ে গেরুয়া শিবির

রাজশ্রী বন্দ্যোপাধ্যায়, কলকাতা।।

তেলেঙ্গানাতেও কি এবার গেরুয়া ঝড়? গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন বা GHMC-এর নির্বাচনের ভোট গণনার প্রাথমিক ফলে সেরকমই ইঙ্গিত৷ দক্ষিণের এই রাজ্যে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে পুরভোটেও সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছিল বিজেপি৷ প্রচারে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি-র একাধিক শীর্ষ নেতা৷ ভোট গণনার প্রাথমিক ফলাফলে ইঙ্গিত, তাতে টিআরএস-এর হাত থেকে হায়দরাবাদ পুরনিগম দখলের দিকেই এগোচ্ছে বিজেপি৷

জিএইএমসি-তে মোট ১৫০টি ওয়ার্ড রয়েছে৷ ২০১৬ সালের নির্বাচনে মাত্র ৪টি ওয়ার্ডে জিতেছিল বিজেপি৷ ৯৯টি ওয়ার্ডে জয়ী হয়েছিল তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি বা টিআরএস৷ সেখানে এবার ভোট গণনা শুরু হওয়ার প্রথম কয়েক ঘণ্টা পর কমবেশি ৭০টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি৷ টিআরএস এগিয়ে ২১টি আসনে৷

হায়দরাবাদের এই পুর নির্বাচনকে রীতিমতো সম্মানের লড়াই হিসেবেই নিয়েছিল বিজেপি শীর্ষ নেতৃত্ব৷ তেলেঙ্গানা বিধানসভায় বিজেপি-র মাত্র দু’ জন বিধায়ক রয়েছেন৷ পুর নির্বাচনে ভাল ফল করার অর্থ শুধু তেলেঙ্গানা নয়, দক্ষিণের অন্যান্য রাজ্যগুলিতেও নিজেদের শক্তিশালী হিসেবে তুলে ধরার রসদ পেয়ে যাবে বিজেপি৷

তেলেঙ্গানার ২৫টি বিধানসভা এবং চারটি লোকসভা কেন্দ্র পরে জিএইচএমসি এলাকার মধ্যে৷ ফলে সেখানে ভাল ফল করতে পারা বিজেপি-র কাছে ভবিষ্যতের জন্য বিশেষ অর্থবহ৷ প্রচার পর্বে বিজেপি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন এআইএমআইএম নেতা আসাদুদিন্ন ওয়াইসিও৷ কিন্তু ভোট গণনা শুরু হতেই দেখা গেল, দক্ষিণের এই রাজ্যেও এবার গেরুয়া ঝড়ের ইঙ্গিত৷

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD