শনিবার, ২২ মার্চ ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন

হিন্দু মুসলিম ভাই ভাই উৎসবে মেতে উঠুক সবাই- শেখ মহিবুল্লাহঃ

হিন্দু মুসলিম ভাই ভাই উৎসবে মেতে উঠুক সবাই- শেখ মহিবুল্লাহঃ

আকিবুজ্জামিন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

আসন্ন হিন্দু ধর্মের বড় উৎসব শারদীয় দূর্গা পুজা,নানান ধরনের উৎসবের মধ্য দিয়ে পালিত হয় দূর্গা পূজা।হিন্দু মুসলিম ভাই ভাই,আনন্দ উৎসব সবার জন্য বলেন, নলতা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ মহিবুল্লাহ।নলতার প্রান প্রিয় ব্যক্তি Z H খান (যফু) ভাইয়ের মিলাদ মাহফিলের পরে এক বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।তিনি তার এলাকায় বিভিন্ন সমাজ সেবা মূলক কাজ করে থাকেন,আগামী দিনের ভবিষ্যৎ কোমল প্রান যুবকদের উৎসাহ ও বিভিন্ন খেলা সামগ্রী প্রাইয় দিয়ে থাকেন তিনি।তিনি বলেন আমি ব্যক্তিগত ভাবে যতটুকু পারি মানুষের সহায়তার জন্য কিছু করার চেষ্টা করি ও করে যাবো। আসন্ন নির্বাচনে ৭ নং ওয়ার্ড এর মেম্বর পদে দোয়া প্রার্থী।তিনি জনগনের সেবার করার জন্য মেম্বর হতে চান।এলাকার আসহায় ও দরিদ্রদের সাহায্য সহযোগিতা করার জন্য তিনি জন প্রতিনিধি হতে চান।তিনি বলেন আমার একান্ত লক্ষ্য জন মানুষের সেবা করা।সর্ব শেষে তিনি সকল কে দূর্গা পূজার অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সকলের সুসাস্থ্য কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD