নিডস নিউজ ডেক্সঃ
সিডিউল মতো কাজ অগ্রসর হলে ২০২২ সালেই ঢাকা-কক্সবাজার রেল চলাচল শুরু হবে এবং সেই লক্ষ্যে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী মো: নুরুল ইসলাম সুজন।
তিনি বলেছেন, কক্সবাজার-দোহাজারী রেলপথ নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ প্রদানের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। যেসব অংশে জটিলতা রয়েছে তাও সহসা শেষ করে ক্ষতিপূরণ হস্তান্তর সম্পন্ন করা হবে। এ জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়েছে।
এরপর পুরোদমে কাজ চালিয়ে আগামী ২০২২ সালের জুন মাসেই সম্পন্ন হবে দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ কাজ। শিডিউল মতো কাজ অগ্রসর হলে ২০২২ সালেই ঢাকা-কক্সবাজার রেল চলাচল শুরু হবে এবং সেই লক্ষ্যে কাজ করছে সরকার।
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে হিলটপ সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আয়োজিত দোহাজারী-কক্সবাজার ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণ বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: আশরাফুল আফসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রেলপথ মন্ত্রী আরও বলেন, দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ শেষ হলে পাল্টে যাবে কক্সবাজারের চিত্র। যোগাযোগ ব্যবস্থায় আসবে পরিবর্তন। অর্থনৈতিক ক্ষেত্রেও বিপ্লব ঘটবে। পর্যটক বৃদ্ধির পাশাপাশি যাতায়াত সুবিধা ভোগ করতে পারবে সাধারণ মানুষও।
সভায় দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের পরিচালক মো: মফিজুর রহমান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শামীম হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন। এ সময় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রকল্প ও ভূমি অধিগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply