মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অঙ্গনে ব্রাহ্মণবাড়িয়ার রিদিতা ইসলাম শ্রেয়া পুরস্কৃত কন্ঠের মুগ্ধতায় ও উপস্থাপনার নান্দনিকতায় আলোচিত এক নাম মাসুদ রানা বিশ্ববাঙালি সংসদ বাংলাদেশএর অভিষেক অনুষ্ঠিত বিশ্ববাঙালি সংসদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা ২৭ সেপ্টেম্বর কসবায় চকচন্দ্রপুর ইসলামিয়া হাফিজিয়া মাদরাসায় হিফজুল কোরআন বিভাগের ৪ ছাত্রের শেষ ছবক প্রদান শিল্প সাহিত্য সংযোগের উদ্যোগে “বিজ্ঞান যুগের সাহিত্যচর্চা” বিষয়ক আলোচনা ও কবিতা পাঠ ন্যাশনাল ইনফ্লুয়েন্স এওয়ার্ডে ভূষিত বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন আর নেই
আখাউড়ার হাজার বছরের কল্লা শহীদ মাজারের ঐতিহ্যবাহী ওরস হচ্ছে না

আখাউড়ার হাজার বছরের কল্লা শহীদ মাজারের ঐতিহ্যবাহী ওরস হচ্ছে না

বাকের সরকার বাবর।।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ঐতিহ্যবাহী শাহ সৈয়দ আহমেদ গেছুদারাজ (র.) প্রকাশ কল্লা শহীদ মাজারের ওরস শরীফ এ বছর হচ্ছে না। আজ শনিবার বিকেলে খড়মপুরে অবস্থিত মাজারের অফিস কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ওরস না হওয়ার বিষয়টি জানানো হয়। এর আগে শুক্রবার হওয়া সভায় কমিটি ওরস না করার সিদ্ধান্ত নেন।

আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও মাজার কমিটির সিনিয়র সহ-সভাপতি রুমানা আক্তারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাজার কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম খাদেম মিন্টু। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাজার কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর তাকদির খান খাদেম, সদস্য আবুল হাসেম খান খাদেম, সদস্য মোজাম্মেল হক খাদেম, সদস্য রুস্তম কামরান খাদেম, সদস্য আতিকুর রহমান খাদেম, সদস্য সেলিম খান খাদেম, সদস্য খোকন খাদেম প্রমুখ।

এ সময় সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম বলেন, ‘প্রতি বছর ১০ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত সাত দিন বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়। কিন্তু মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওযায় জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে ওরস উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছে মাজার কমিটি।’

তিনি জানান, ৩০ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও মাজার কমিটির সভাপতি হায়াত উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে হওয়া সভায় ওরস না করার বিষয়ে সিদ্ধান্ত হয়। ওরসের দিনগুলোতে ভক্ত-আশেকানকে মাজারে না আসার জন্য তিনি কমিটির পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD