নিউজ ডেস্ক।।
আজ ১ সেপ্টেম্বর, ১৯৭৮ সালে শহীদ জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আজ দলটি ৪৭ বছরে পদার্পণ করছে।
প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানী ও সারাদেশে দোয়া মাহফিল, আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। বিশেষভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে দলীয় নেতাকর্মীরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন, তাঁর আদর্শ ও জাতীয়তাবাদের চেতনা স্মরণ করে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন, “৪৭ বছরে আমরা দেশের গণতন্ত্র ও স্বাধীনতার মান বজায় রাখার সংগ্রামে অবিচল থেকেছি। সকল সদস্যকে আরও সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।”
নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখে দিনটি স্মরণ করেন।
Leave a Reply