কসবা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।।
বাংলাদেশের এক কিশোরী শিল্পী বিশ্বমঞ্চে দেশের জন্য বয়ে এনেছে গৌরব। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর গ্রামের সন্তান রিদিতা ইসলাম শ্রেয়া আন্তর্জাতিক পর্যায়ে অর্জন করেছে বিরল স্বীকৃতি। যুক্তরাজ্যের সংরক্ষণমূলক প্রতিষ্ঠান Explorers Against Extinction আয়োজিত Sketch for Survival Competition (১২–১৬ বছর ক্যাটাগরি) তে সে নির্বাচিত হয়েছে Best Art Winner হিসেবে।
বিশ্বের বিভিন্ন দেশের প্রতিভাবান শিল্পীদের অংশগ্রহণে প্রতিযোগিতাটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রথমে দীর্ঘ তালিকা তৈরি হয়, এরপর শিল্পীদের আঁকা মূল কপিগুলো ডাকযোগে যুক্তরাজ্যে পাঠানো হয়। বিচারকরা তিন ধাপে বাছাই শেষে মাত্র তিনটি অসাধারণ শিল্পকর্ম নির্বাচন করেন। আর সেখানেই জায়গা করে নেয় শ্রেয়ার আঁকা অনন্য শিল্পকর্ম।
শ্রেয়ার কাজ সম্পর্কে আয়োজকরা বলেন, “একটি হেলমেটেড হর্নবিল নাটকীয় ভঙ্গিতে আকাশে উড়ছে—কিন্তু তার ডানাগুলো ভেঙে যাচ্ছে, পালকগুলো একে একে ঝরে পড়ছে। ছবিটি তুলে ধরে এই অপূর্ব পাখিটির মর্মান্তিক বিলুপ্তি—এখনও সে টিকে থাকার জন্য লড়ছে, কিন্তু শেষটা যেন একেবারেই কাছাকাছি।”
শুধু তাই নয়, শ্রেয়ার আঁকা এই ছবিটি বর্তমানে Explorers Against Extinction-এর অফিসিয়াল ওয়েবসাইটের মূল ব্যানার ব্যাকগ্রাউন্ড হিসেবেও ব্যবহৃত হচ্ছে। যা একজন কিশোরীর জন্য নিঃসন্দেহে অসাধারণ সম্মান।
শ্রেয়ার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর গ্রামে। তিনি জন প্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মো. সফিকুল ইসলাম ও মাতা মুসলিমা আক্তার জামানে স্নেহধন্য কন্যা। বর্তমানে তিনি আদমজি ক্যান্টনমেন্ট কলেজে পড়াশোনা করছেন।
তার বাবা-মা জানান, কোনো প্রাতিষ্ঠানিক আর্ট শিক্ষা ছাড়াই শ্রেয়া নিজের আগ্রহ ও নিষ্ঠার মাধ্যমে চিত্রকলার চর্চা করে আসছে। তারা বলেন, “আমাদের সোনামণি একেবারেই নিজে নিজে আঁকাআঁকি শিখে আজ আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ। সকলে আমাদের মেয়ের জন্য দোয়া করবেন।”
শ্রেয়ার এই অর্জন শুধু পরিবার নয়, গোটা বাংলাদেশের জন্য গর্বের। তার সাফল্য প্রমাণ করেছে প্রতিভা ও একাগ্রতা থাকলে সীমাবদ্ধতা কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে না।
Leave a Reply