সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অঙ্গনে ব্রাহ্মণবাড়িয়ার রিদিতা ইসলাম শ্রেয়া পুরস্কৃত কন্ঠের মুগ্ধতায় ও উপস্থাপনার নান্দনিকতায় আলোচিত এক নাম মাসুদ রানা বিশ্ববাঙালি সংসদ বাংলাদেশএর অভিষেক অনুষ্ঠিত
চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত

চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত

চাঁদপুর প্রতিনিধি।।
চাঁদপুরে সাহিত্য, সৌহার্দ্য ও বাঙালি আত্মপরিচয়ের এক অনন্য মিলনমেলা হিসেবে অনুষ্ঠিত হয়েছে “চাঁদপুর সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫”। সাহিত্য মঞ্চ ও বিশ্ববাঙালি সংসদ–বাংলাদেশের যৌথ আয়োজনে চাঁদপুর সাহিত্য একাডেমির মোহাম্মদ নাসির উদ্দীন মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই সকল বীর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। আবহমান বাঙালির আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস স্মরণ করে এই নীরবতা মিলনায়তনজুড়ে সৃষ্টি করে এক গভীর আবেগঘন পরিবেশ।
এরপর সমাজ বিনির্মাণে লেখক ও সাংস্কৃতিক কর্মীদের অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সাহিত্য ও সমাজকর্মে অবদান রাখায় স্বীকৃতিস্বরূপ চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত একাধিক গুণী সাহিত্যিক, গবেষক ও সমাজকর্মীর হাতে তুলে দেওয়া হয় ‘বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা’।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও সাংবাদিক হাসনাইন সাজ্জাদী। উদ্বোধন করেন কবি ও গীতিকার বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আবদুল আউয়াল। প্রধান আলোচকের বক্তব্য রাখেন তেজগাঁও কলেজ অধ্যাপক কবি ও কণ্ঠশিল্পী মাহবুবা বেগম।
বিশ্ববাঙালি সংসদ বাংলাদেশের সভাপতি, কবি ও সাংবাদিক লোকমান হোসেন পলার সভাপতিত্বে এবং চাঁদপুর সাহিত্য মঞ্চের সভাপতি আশিক বিন রহিমের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক লেখক ও অনুবাদক সাদ আল-আমিন।

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন কবি মাহাবুবা রহমান লাকী, চাঁদপুর সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা ও সহ-সভাপতি আবদুল্লাহিল কাফী, কসবা প্রেসক্লাব, সভাপতি আবুল খাযের স্বপন, কবি ও বাচিক কণ্ঠশিল্পী শামীমা আফরোজ হ্যাপী, সমাজসেবক ও লাইব্রেরি প্রতিষ্ঠাতা ফজলুল হক টিপু, চাঁদপুর সাহিত্য মঞ্চের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক, চাঁদপুর সাহিত্য পরিষদের সভাপতি কবি ম. নূরে আলম পাটওয়ারী, কবিও লেখক মামুন চৌধুরী, কবি ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শরীফ খান দীপ, কবি ও অনুবাদক নূরুল হক, পাক্ষিক চাঁদনগর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাবিত্রী রাণী ঘোষ, সামাজিক সংগঠন আপনের প্রতিষ্ঠাতা ও সভাপতি রোটারিয়ান ডাঃ রাশেদা আক্তার, কবি মো, রবিউল ইসলাম খান।

সাহিত্য সন্ধ্যায় কবিতা পাঠ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল ফারুক, কবি ও লেখক মুখলেছুর রহমান ভূঁইয়া, মনিরুজ্জামান বাবলু, কবির হোসেন মিজি, মুহাম্মদ হানিফ, জাহিদ নয়ন, আরিফুল ইসলাম শান্ত, ইমরান শাকির ইমরু, ইয়াসিন দেওয়ান প্রমুখ। সবশেষে প্রান্তিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি আশরাফুল ইসলাম কাজী রাসেলের নেতৃত্বে সংগঠনের শিল্পীরা লোকজ গান পরিবেশন করেন।

আলোচনা সভায় বক্তারা সাহিত্য ও সমাজের পারস্পরিক সম্পর্ক, প্রজন্মান্তরের সাহিত্য বিনিময় এবং বিশ্বব্যাপী বাঙালি সংস্কৃতির বিস্তারে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, সাহিত্য সমাজের দর্পণ—এখানেই মানুষের আনন্দ-বেদনা, স্বপ্ন ও সংগ্রামের ভাষ্য সবচেয়ে নিখুঁতভাবে ধরা পড়ে।

বক্তারা আরো বলেন, ভাষা ও সাহিত্যের বন্ধনই বিশ্ববাঙালিকে এক সুতোয় গেঁথে রাখে। এই মৈত্রী সম্মাননা কেবল একটি স্মারক নয়; এটি বাঙালির চেতনাগত ঐক্য ও সাংস্কৃতিক উত্তরাধিকারের স্বীকৃতি।

সমগ্র অনুষ্ঠানজুড়ে কবিতা, কথামালা ও আন্তরিক সৌহার্দ্যের আবহে চাঁদপুর সাহিত্য সন্ধ্যা পরিণত হয় এক স্মরণীয় সাংস্কৃতিক আসরে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও বাঙালির সাহিত্য ও মৈত্রীর বন্ধনকে দৃঢ় করতে এমন আয়োজন অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD