শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৮:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অঙ্গনে ব্রাহ্মণবাড়িয়ার রিদিতা ইসলাম শ্রেয়া পুরস্কৃত কন্ঠের মুগ্ধতায় ও উপস্থাপনার নান্দনিকতায় আলোচিত এক নাম মাসুদ রানা বিশ্ববাঙালি সংসদ বাংলাদেশএর অভিষেক অনুষ্ঠিত বিশ্ববাঙালি সংসদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা ২৭ সেপ্টেম্বর কসবায় চকচন্দ্রপুর ইসলামিয়া হাফিজিয়া মাদরাসায় হিফজুল কোরআন বিভাগের ৪ ছাত্রের শেষ ছবক প্রদান শিল্প সাহিত্য সংযোগের উদ্যোগে “বিজ্ঞান যুগের সাহিত্যচর্চা” বিষয়ক আলোচনা ও কবিতা পাঠ ন্যাশনাল ইনফ্লুয়েন্স এওয়ার্ডে ভূষিত বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন আর নেই
বাংলাদেশ ক্যারম ফেডারেশনের উদ্যোগে তারুণ্যের উৎসব ও জুলাই স্মৃতি ক্যারম টুর্নামেন্ট সমাপ্ত

বাংলাদেশ ক্যারম ফেডারেশনের উদ্যোগে তারুণ্যের উৎসব ও জুলাই স্মৃতি ক্যারম টুর্নামেন্ট সমাপ্ত

প্রেস বিজ্ঞপ্তি।
গতকাল ২ আগস্ট শেষ হয়েছে তারুণ্যের উৎসব ও জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে জুলাই স্মৃতি টুর্নামেন্ট। ৩১ জুলাই মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফেডারেশনের প্রশিক্ষণ কক্ষে (২৬৬ নং কক্ষ) তিন দিনব্যাপী এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয় এবং ২ আগস্ট ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক জনাব মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ সরকারের যুগ্মসচিব জনাব এ, এফ, এম, এহতেশামুল হক (তুহিন) ও বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব আবু তৈয়ব মোঃ হাসান। এ সময় ফেডারেশনের সহ-সভাপতি জনাব কে.জি. হুমায়ুন কবির, সহ-সভাপতি জনাব নাজমুল হাসান সুমন, যুগ্ম-সম্পাদক জনাব মানঞ্জুরুল হাসান মামুন, কোষাধ্যক্ষ জনাব আজহারুল ইসলাম কনক, কার্যনির্বাহী সদস্য জনাব এসএম শাহজাহান চৌধুরী, জনাব মোঃ জাফরুল আহসান বাবুল, জনাব মোঃ মাহফুজুর রহমান সরকার, জনাব জেডএম গোলাম মুতাকাব্বের জাহাঙ্গীর চেঙ্গিসসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আম্পায়ার, সাংবাদিক ও অংশগ্রহণকারী খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন টুর্নামেন্ট কমিটির সদস্য-সচিব জনাব মোঃ ফেরদৌস আখতার।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ টুর্নামেন্টে পুরুষ (একক)-এ চ্যম্পিয়ন হন মো. আলী রবিন ও রানার-আপ হন মো. হেমায়েত মোল্লা। তৃতীয় স্থান লাভ করেন মো. সালাহ উদ্দিন কাইজার।
মহিলা (একক)-এ যথাক্রমে চ্যাম্পিয়ন হন আফসানা নাসরিন ও রানারআপ হন ফারজানা বানু শিল্পী। তৃতীয় স্থান লাভ করেন শামসুন্নাহার মাকসুদা।
এ টুর্নামেন্টে পুরস্কার হিসেবে চ্যাম্পিয়নশীপ অর্জনকারী খেলোয়াড়কে ট্রফি, সার্টিফিকেট ও ১০,০০০/- (দশ হাজার) টাকার প্রাইজবন্ড, রানার-আপ অর্জনকারী খেলোয়াড়কে ট্রফি, সার্টিফিকেট ও ৭,০০০/- (সাত হাজার) টাকার প্রাইজবন্ড এবং ৩য় স্থান অধিকারী খেলোয়াড়কে সার্টিফিকেট ও ৫,০০০/- (পাঁচ হাজার) টাকার প্রাইজবন্ড দেয়া হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়সহ বিজয়ীদের অভিনন্দন জানান। পাশাপাশি টুর্নামেন্টের সফল ও সার্থক বাস্তবায়নে টুর্নামেন্ট কমিটি ও কার্যনির্বাহী কমিটির সদস্যসহ সকল আম্পায়ার ও সাংবাদিককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আগামী ডিসেম্বরে মালদ্বীপে ‘ক্যারম ওয়ার্ড কাপ’অনুষ্ঠিত হবে উল্লেখ করে খেলোয়াড়, কর্মকর্তা, আম্পায়ারসহ সকলকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। তিনি শৃঙ্খলা রক্ষা এবং পেশাদারিত্ব বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। উল্লেখ্য, ৮০ জনের অধিক খেলোয়াড় এই টূর্নামেন্টে অংশগ্রহণ করেন।
টুর্নামেন্ট চলাকালে ফেডারেশন হতে খেলোয়াড়দের দুপুর ও রাতের খাবার এবং ঢাকার বাইরে থেকে আগত খেলোয়াড়দের থাকার ব্যবস্থা করা হয়। নতুন ও পুরাতন খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় অংশগ্রহণকারী খেলোয়াড়গণ সন্তোষ প্রকাশ করেন। তারা নবগঠিত এই কমিটির নেতৃত্বে অনেক দূর যেতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

2 responses to “বাংলাদেশ ক্যারম ফেডারেশনের উদ্যোগে তারুণ্যের উৎসব ও জুলাই স্মৃতি ক্যারম টুর্নামেন্ট সমাপ্ত”

  1. Hasnain Sajjadi says:

    ধন্যবাদ ক্যারম ফেডারেশন আয়োজিত টুর্নামেন্ট,, -২০২৫ এর সংবাদ পরিবেশনের জন্য

  2. Hasnain Sajjadi says:

    ধন্যবাদ ক্যারম ফেডারেশন আয়োজিত টুর্নামেন্ট -২০২৫ এর সংবাদ পরিবেশনের জন্য

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD