লোকমান হোসেন পলা।।
ষাটোর্ধ্ব শরীরে, জীবনের অভিজ্ঞতার ভাঁজে, তিনি শুধু নিজেরই নয়—আমাদেরও গল্প তুলে ধরলেন। শেষ চিঠি যেন এক অদৃশ্য হাত, যা আমাদের চোখের সামনে আমাদের স্বপ্ন, সংগ্রাম আর হতাশার চিত্র অঙ্কন করে। তার কলম থেকে ঝরে পড়া প্রতিটি বেদনা আজ আমাদের বুকেও বাজে, যেন দীর্ঘশ্বাস হয়ে মিলিত হয় প্রতিটি সাংবাদিকের হৃদয়ের সঙ্গে।
বিভুদার মনোবেদনা শুধু তার নয়; এটি আমাদের—৯৫ শতাংশ সাংবাদিকের হাহাকার। তিনি চলে গেলেন, কিন্তু তার শেষ লেখা আমাদের জন্য এক অদৃশ্য আয়না হয়ে রয়ে গেল—যেখানে আমরা নিজের আগামী দেখেছি, নিজের কণ্ঠে সত্যকে চেনেছি। বিভুদার কথা, তার দৃষ্টিভঙ্গি, আমাদের সাহস জাগিয়ে দেয়; আমাদের স্মরণ করিয়ে দেয়, সত্যের সঙ্গে দাঁড়িয়ে লড়াই ছাড়া পথ নেই।
বিভুদা চলে গেলেন দেহে, কিন্তু তার আত্মা আজও আমাদের লেখা, আমাদের পথে, আমাদের সংগ্রামে বেঁচে থাকবে।
Leave a Reply