সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৬:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে আইন মন্ত্রী আনিসুল হক বে-সরকারি ভাবে নির্বাচিত কসবায় ভোট দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত-৪ কসবায় এলজিইডি’র শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগরতলায় স্রোত আয়োজিত লোকসংস্কৃতি উৎসব কসবা প্রেসক্লাব সভাপতি’র উপর হামলার প্রতিবাদে মানবন্ধন ও প্রতিবাদ সভা কসবায় চকচন্দ্রপুর হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণ ও ছবক প্রদান শ্রী অরবিন্দ কলেজের প্রথম নবীনবরণ অনুষ্ঠান আজ বছরের দীর্ঘতম রাত, আকাশে থাকবে চাঁদ বিএনপি-জামাত বিদেশীদের সাথে আঁতাত করেছে-কসবায় আইনমন্ত্রী আনিসুল হক ১৩ দিনের জন্য ভোটের মাঠে নামছে সশস্ত্র বাহিনী
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশ

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশ

নিউজ ডেক্স।।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের জন্য এতদিন বিখ্যাত ছিল জাপান, এবার জাপানকে পেছনে ফেলে সেই তালিকায় প্রথম স্থান দখল করল সিঙ্গাপুর। বিশ্বজুড়ে ১৯২টি জায়গায় প্রবেশের সুযোগ পাবেন আপনিও, যদি থাকে সিঙ্গাপুরের ভিসা। এছাড়াও এই তালিকায় পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশি পাসপোর্ট।

সম্প্রতি প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্স এ তথ্য প্রকাশ করেছে।

লন্ডনভিত্তিক অভিবাসনবিষয়ক পরামর্শদাতা হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে পাঁচ বছর শীর্ষে থাকার পর তৃতীয় স্থানে নেমে এসেছে জাপান। প্রায় এক দশক আগে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা মার্কিন যুক্তরাষ্ট্র দু’ধাপ নেমে অষ্টম স্থানে চলে এসেছে। ব্রিটেন দু’ধাপ লাফিয়ে ১৮৮টি ভিসা মুক্ত দেশে যাওয়ার ছাড়পত্র নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে।

বাংলাদেশ তালিকার ৯৬ তম স্থানে অবস্থান করছে। এর আগে গত ১০ জানুয়ারি প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১ তম। এই সময়ের মধ্যে শক্তিশালী পাসপোর্ট সূচকে ‘সবুজ পাসপোর্টের’ উন্নতি হয়েছে পাঁচ ধাপ।

ইউরোপের তিনটি দেশ জার্মানি, ইতালি ও স্পেন তাদের ভিসার সাহায্যে ১৯০টি স্থানে যেতে পারবে। তিনটি দেশই যৌতভাবে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। পাঁচ বছরের মধ্যে প্রথমবারের জন্য শীর্ষস্থান থেকে সরে যেতে হল জাপানকে।

র‍্যাঙ্কিংয়ের একেবারে নীচের দিকে অবস্থান করছে আফগানিস্তান। এই দেশটির পাসপোর্ট থাকা ব্যক্তিরা ভিসা ছাড়া মাত্র ২৭টি গন্তব্যে ভ্রমণ করতে পারবেন। ইরাকের মানুষ ভিসা ছাড়াই ২৯টি দেশ এবং সিরিয়ার পাসপোর্ট থাকা ব্যক্তিরা ৩০টি দেশ বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন।

হেনলির পাসপোর্ট ইনডেক্স র‍্যাঙ্কিং ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের পরিসংখ্যাককে ভিত্তি করে বানানো হয়। এই পদ্ধতি অন্যান্য পাসপোর্ট সূচক থেকে ভিন্ন। এই তালিকায় পঞ্চম স্থানে আছে বেলজিয়াম। চেক রিপাবলিক, মালতা, নিউজিল্যাণ্ড, পর্তুগাল ও সুইজারল্যাণ্ডের মত দেশগুলো। অস্ট্রেলিয়া, হাঙ্গেরি এবং পোল্যান্ড বিনা ভিসায় ১৮৬টি দেশে যাওয়ার ছাড়পত্র নিয়ে তালিকার ৬ নম্বর স্থানে আছে।

ইউরোপিয়ান দেশগুলোর তুলনায় এই ইনডেক্সে অনেকখানি পিছিয়ে আছে আফ্রিকা বা এশিয়ার দেশগুলো। ইয়ামেন বা সোমালিয়ার পাসপোর্ট নিয়ে মাত্র ৩৮টি দেশে বিনা ভিসায় ঘুরে আসা সম্ভব। লিবিয়া ও শ্রীলঙ্কার পাসপোর্ট হাতে আপনি ঘুরে আসতে পারবেন ৪১টি দেশে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD