শনিবার, ০৪ মে ২০২৪, ০৪:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে আইন মন্ত্রী আনিসুল হক বে-সরকারি ভাবে নির্বাচিত কসবায় ভোট দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত-৪ কসবায় এলজিইডি’র শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগরতলায় স্রোত আয়োজিত লোকসংস্কৃতি উৎসব কসবা প্রেসক্লাব সভাপতি’র উপর হামলার প্রতিবাদে মানবন্ধন ও প্রতিবাদ সভা কসবায় চকচন্দ্রপুর হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণ ও ছবক প্রদান শ্রী অরবিন্দ কলেজের প্রথম নবীনবরণ অনুষ্ঠান আজ বছরের দীর্ঘতম রাত, আকাশে থাকবে চাঁদ বিএনপি-জামাত বিদেশীদের সাথে আঁতাত করেছে-কসবায় আইনমন্ত্রী আনিসুল হক ১৩ দিনের জন্য ভোটের মাঠে নামছে সশস্ত্র বাহিনী
ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাস শনাক্ত বাড়ছে , মৃত্যু ১ জন

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাস শনাক্ত বাড়ছে , মৃত্যু ১ জন

বিশেষ প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায় ২৯ জনসহ জেলায় নতুন ৭৯ জন লোকের করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৩৩৫৯ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় ২৮২৭ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেন।

সর্বশেষ জেলায় ৫০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

শনিবার (১৭ এপ্রিল) রাতে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।

গতকালের ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি রেফারেল সেন্টারের পিসিআর ল্যাব, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র‍্যাপিড এন্টিজেন ল্যাবের ৪৮৮ টি রিপোর্টে নতুন আরও ৭৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ২৯ জন, সরাইল উপজেলায় ০৫ জন, কসবা উপজেলায় ০৮ জন, আশুগঞ্জ উপজেলায় ১০ জন, নবীনগর উপজেলায় ০৬ জন, আখাউড়া উপজেলায় ০৩ জন, বিজয়নগর উপজেলায় ০৩ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ১৩ জন ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। সদর উপজেলায় নতুন ০১ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ জেলায় ৩৩৫৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১৪৩৩ জন, আখাউড়া উপজেলায় ২৪৭ জন, বিজয়নগর উপজেলায় ৯৬ জন, নাসিরনগর উপজেলায় ১১৭ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ২০৯ জন, নবীনগর উপজেলায় ৪৬৭ জন, সরাইল উপজেলায় ১৭৩ জন, আশুগঞ্জ উপজেলায় ২৯৬ জন ও কসবা উপজেলায় ৩২২ জন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

সর্বশেষ জেলায় ২৮৩৪ জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১১৮১ জন, আখাউড়া উপজেলায় ২০১ জন, বিজয়নগর উপজেলায় ৮৪ জন, নাসিরনগর উপজেলায় ১১২ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৭৫ জন, নবীনগর উপজেলায় ৪২৫ জন, সরাইল উপজেলায় ১২৭ জন, আশুগঞ্জ উপজেলায় ২৪৮ জন ও কসবা উপজেলায় ২৮১ জন সুস্থ হয়েছে।

সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ১৮ জন, আখাউড়া উপজেলায় ১০ জন, বিজয়নগর উপজেলায় ০২ জন, নাসিরনগর উপজেলায় ০২ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ০৩ জন, নবীনগর উপজেলায় ১২ জন, সরাইল উপজেলায় ০১ জন ও কসবা উপজেলায় ০২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় কোভিড ভ্যাকসিনের জন্য রেজিষ্ট্রেশন হয়েছে ৮০৯৩১ জন। এখন পর্যন্ত কোভিড ভ্যাকসিন নিয়েছেন ৬৬৯৭৫ জন।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৩৩৫৯ জন আক্রান্তের মধ্যে ২৮৩৪ জন সুস্থ হয়েছেন। কিন্তু এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪১০ জন রোগী আইসোলেশনে আছে ও সেলফ আইসোলেশনে ৪০১ জন আছে। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসা পাচ্ছে ০৯ জন রোগী।

এখন পর্যন্ত জেলায় ২৮২৩০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ২৭৭৫৬ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ৩৩৫৯ জন আক্রান্ত হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD