লোকমান হোসেন পলা।।
কখনো নিজেকে দেখি সূর্যের কাছাকাছি
আলোড়ন তুলে ধরা পড়ে যাই আলো হয়ে যাই
আবার কখনো হয় উল্টোটা হায়রে নিয়তি
কখনো হয়ে যাই রাতের আঁধার থোকা থোকা যন্ত্রণা কালো হাই পাওয়ারের চশমা দিয়েও ঘুছে না আমার অন্ধকার সময়
আমার কাছে একটা অহংকার আছে আলোঘর জুড়ে আমার দিনকাল সে অহংকার চূর্ণ করে দেয় আমার আঁধার কালো কালো আধারগুলো আমাকে করে বিব্রত
হে দ্বৈত চরিত্রের গভীর পাওয়ার তুমি আমার কাছে একটা অহংকার আবার সেই একই অহংকার চূর্ণ সময়ে আমি
দ্ব্যর্থতা রেখেও ভালোভাবে
রাতের আঁধার কালো পেরিয়ে
বেঁচে থাকার চেষ্টা করছি।
Leave a Reply