নিউজ ডেস্ক।।
জেলার শাজাহানপুরে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজি অটোরিক্সার চালকসহ ৪ জননিহত হয়েছেন।
আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে শাজাহানপুর উপজেলার মাঝিড়া সেনানিবাস চেকপোষ্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বগুড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর কর্মকর্তা বজলুর রশিদ জানান, বগুড়াগামী একটি সিএনজি অটোরিক্সাকে একইদিকের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন যাত্রী মারা যান। আহত আরেকজনকে হাসপাতালে নেয়া হলে আরও মৃত্যু হয়।
নিহতরা হলেন- সিএনজি অটোরিক্সার চালক বগুড়া জেলার ধুনট উপজেলার আনারপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে শাহজামাল (৩৪), যাত্রী শাজাহানপুর উপজেলার ডেমাজানি গ্রামের ক্ষিতিশ চন্দ্রেরে ছেলে কালিদাস চন্দ্র (৫০) এবং অজ্ঞাত দুই যাত্রী।
হাইওয়ে পুলিশের শেরপুর ফাঁড়ির ইনচার্জ মো.বানিয়াউল আনাম জানান, নিহতদের মাঝে দুই জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাস ও সিএনজি জব্দ করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
Leave a Reply