বাকের সরকার বাবর।।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নায়ার কবির। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৫৫৪ ভোট।
রোববার সন্ধ্যায় বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান।
নায়ার কবিরের নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহমুদুল হক ভূঁইয়া মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৩৬১ ভোট। এছাড়া মো. জহিরুল হক খোকন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৯৬ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মোট ভোটার এক লাখ ২০ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ৫৯ হাজার ৫৬২ জন ও নারী ৬০ হাজার ৯৪২ জন।
Leave a Reply