বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন

কসবায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

কসবায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

বাকের সরকার বাবর।।
আজ রবিবার কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ,আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন । বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার( ভূমি) হাসিবা খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক এম জি হাক্কানী, কাজী মোঃ আজহারুল ইসলাম ও আলহাজ্ব রুহুল আমিন ভূইয়া বকুল, কসবা পৌর মেয়র মোঃ ইমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, খাড়েরা ইউপি চেয়ারম্যান কবির আহমেদ খান, কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুল হান্নান, সবাকে সভাপতি মোঃ সোলেমান খান, ও অপরাধ পত্র সম্পাদক খ ম হারুনুর রশিদ ডালি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাফর আহমেদ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আব্দুল হান্নান এবং পবিত্র গীতা পাঠ করেন সাংবাদিক নেপাল চন্দ্র সাহা। পরে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি , উপজেলা পর্যায়ের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD