রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৪:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে আইন মন্ত্রী আনিসুল হক বে-সরকারি ভাবে নির্বাচিত কসবায় ভোট দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত-৪ কসবায় এলজিইডি’র শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগরতলায় স্রোত আয়োজিত লোকসংস্কৃতি উৎসব কসবা প্রেসক্লাব সভাপতি’র উপর হামলার প্রতিবাদে মানবন্ধন ও প্রতিবাদ সভা কসবায় চকচন্দ্রপুর হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণ ও ছবক প্রদান শ্রী অরবিন্দ কলেজের প্রথম নবীনবরণ অনুষ্ঠান আজ বছরের দীর্ঘতম রাত, আকাশে থাকবে চাঁদ বিএনপি-জামাত বিদেশীদের সাথে আঁতাত করেছে-কসবায় আইনমন্ত্রী আনিসুল হক ১৩ দিনের জন্য ভোটের মাঠে নামছে সশস্ত্র বাহিনী
আজ সাংবাদিক লোকমান হোসেন পলা’র জন্মদিন

আজ সাংবাদিক লোকমান হোসেন পলা’র জন্মদিন

বাকের সরকার বাবর।।

সাংবাদিক, লেখক, পর্য়টক, মানবাধিকারকর্মী ও সংগঠক লোকমান হোসেন পলার, ৪৭ তম জন্মদিন আজ। তিনি ১৯৭৫ সালে আজকের দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উপজেলা খাড়েরা গ্রামে জন্মগ্রহন করেন।
তিনি ছাত্র অবস্থায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে যুক্তহন । ১৯৯৭ সাল থেকে প্রকাশিত লিটল ম্যাগাজিন বিকাশ এর সম্পাদনা করে আসছেন, বতর্মানে নিডস নিউজ ২৪ ডট কমের সম্পাদক, মাসিক পূর্বাপরের কার্যকরী সম্পাদক, সাপ্তাহিক বহুমত এর মফস্বল সম্পাদক, দেশ বাঙালি লিটল ম্যাগ এর সস্পাদক, সভাপতি, বিশ্ববাঙালি সংসদ -বাংলাদেশ, কসবা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, বিটিসি নিউজ ডট কম ডট বিডি, দৈনিক ভোরের সময়ের স্টাফ রিপোর্টার বিদ্রোহী ডট কম, দৈনিক দেশবাংলা এর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি, মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটির যুগ্ম মহাসচিব, তিনি কর্মের স্বীকৃতি স্বরুপ পশ্চিম বাংলার ঈশপ সাহিত্য সম্মননা, ভারত বাংলাদেশ মৈত্রি সম্মাননা ২০১৮, দৈনিক নব অভিযান সম্মননা পদক ২০০৯ (সফল সংগঠক) মাপসাস মহাত্নাগান্ধী শান্তি পদক ২০১০ (ইভটিজিং ও মাদক বিরোধী প্রচারে বিশেষ অবদানের জন্য) তিনি সৌদি আরব, সিগাংপুর, ভারত, নেপাল, ভুটান ভ্রমণ করেছেন।
তার প্রকাশিত গ্রন্থ, মুক্তিযুদ্ধে খাড়েরা ইউনিয়ন, এক জনমে, প্রিয় কবিতা, ডিজিটাল সংসার, শান্তির পথে, পৃথিবীর পথে, এই পথ চলাতে আনন্দ, তিনি প্রতিভা সাহিত্য সংগঠণ ও পাঠাগার এর প্রতিষ্ঠাতা,কসবা উপজেলা থিম সং এর গীতিকার।

তাঁর জন্মদিন উপলক্ষ্যে আজ সংস্কৃতি বিকাশ কেন্দ্র, পরিবাগ, ২য় তলায় বিকাল ৪টায়,প্রীতি সম্মেলন ও তাঁর লেখা ভ্রমণ কাহিনি ‘আমার এই পথ চলাতে আনন্দ’র প্রকাশনা জন্মোৎসবের আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথিঃ শুদ্ধতার কবি অসীম সাহা।বাংলা একাডেমি ও একুশে পদক প্রাপ্ত
বিশেষ অতিথিঃ
মোঃ উবায়েদ উল্লাহ,(বিপিএম)

অতিরিক্ত পুলিশ সুপার ও সদস্য আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল

ছড়া শিল্পী আসলাম সানী। বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত শিশুসাহিত্যিক
কবি রোকেয়া ইসলাম, চেয়ারম্যান প্রশিকা।
কবি ড.গৌরী ভট্টাচার্য।সিনিয়র সহসভাপতি,-বিশ্ব বাঙালি সংসদ
কবি বদরুল হায়দার। সম্পাদক ও প্রকাশক

আজিজুল ইসলাম বাচ্চু , চেয়ারম্যান, ওডিপি

ফজুলুল হক টিপু, সমাজসেবক।
মাহবুবুল হক, অনুবাদক।
প্রধান আলোচকঃ কবি হানিফ খান।অগ্রণী ব্যংক শিশু একাডেমি পুরস্কার প্রাপ্ত নাট্যকার
আলোচকঃ কবি রাশেদ হাওলাদার। সাধারণ সম্পাদক আওয়ামী বাস্তুহারা লীগ
কবি গিয়াসউদ্দিন চাষা,জাতীয় কবিতা পরিষদ।

কবি মোর্শেদ বিল্লাহ,সমাজকর্মী। কবি আতিক আজিজ। মানবাধিকারকর্মী
সমা খান,কবি ও প্রকাশক, কবি বিনয় মন্ডল, কর্মকর্তা বিজেএ।
প্রকৌ, বাকের সরকার বাবর, সহসভাপতি, কসবা প্রেসক্লাব।
কবি নীপা চৌধুরী।বিশিষ্ট সমাজকর্মী , পন্ডিত কার্ত্তিক কর্মকার, প্রধান শিক্ষক, বেগম শরিফা উচ্চবিদ্যালয়
সভাপতিঃ বিজ্ঞানকবি হাসনাইন সাজ্জাদী। প্রধান উপদেষ্টা -বিশ্ব বাঙালি সংসদ
উপস্থাপকঃ কবি তাসনিয়া রহমান।
তাঁর জন্য শুভ কামনা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD