নিউজ ডেস্ক।।
২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন। এবারের উন্নয়ন বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ১৪ হাজার কোটি টাকা বেশি হলেও মূল এডিপির তুলনায় ৩৫ হাজার কোটি টাকা কম।
রোববার (১৮ মে) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এই বাজেট অনুমোদন দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।
চূড়ান্ত এডিপিতে মোট ১ হাজার ১৪২টি প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে ২ লাখ ১৫ হাজার ৫১৪ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণ থেকে ৮৬ হাজার কোটি টাকা জোগান দেওয়া হবে।
Leave a Reply