শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন

বদরুদ্দীন উমর আর নেই

বদরুদ্দীন উমর আর নেই

নিউজ ডেস্ক।।
প্রখ্যাত লেখক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদ বদরুদ্দীন উমর আর নেই। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম লালা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, অসুস্থ অবস্থায় বাসা থেকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে সকাল ১০টা ৫ মিনিটে মৃত ঘোষণা করেন।

বদরুদ্দীন উমর দীর্ঘ এক দশকেরও বেশি সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করেন। পরে সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হন। তার পিতা আবুল হাশিম ছিলেন ভারত উপমহাদেশের অন্যতম খ্যাতনামা রাজনীতিক।

নিজের জন্ম সম্পর্কে ‘আমার জীবন’ গ্রন্থের ভূমিকায় তিনি লিখেছিলেন— “আমার জন্ম হয়েছিল পশ্চিমবঙ্গের বর্ধমান শহরে ১৯৩১ সালের ২০ ডিসেম্বর, রবিবার, দুপুর দুটোয়।”

তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) (উমর)-এর নেতা ছিলেন। ২০২৫ সালে সরকার তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার প্রদান করলেও তিনি তা গ্রহণে অস্বীকৃতি জানান।

বদরুদ্দীন উমর শুধু রাজনীতিতে নয়, সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক চর্চাতেও রেখে গেছেন গভীর দাগ। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোক নেমে এসেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD