নিউজ ডেস্ক।।
বাংলা সাহিত্যাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, যিনি একাধারে কথাশিল্পী, কবি, লেখক, অনুবাদক, গবেষক এবং “Merit Theory”-এর উদ্ভাবক—তিনি এস এম শাহনূর। একবিংশ শতাব্দীর সৃজনশীল তারুণ্যের প্রতীক এই সাহিত্যযোদ্ধা শুধু দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও সমানভাবে প্রশংসিত ও আলোচিত। তাঁর সাহিত্যজগৎ যেন এক অনন্ত ভ্রমণ, যেখানে ইতিহাস, প্রেম, মানবতা ও সংস্কৃতির মেলবন্ধন ঘটে এক স্বতন্ত্র ভাষায়।
#জন্ম_ও_শৈশব:
১৯৭৯ সালের ৮ সেপ্টেম্বর, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের বল্লভপুর গ্রামের প্রথম মুসলিম বসতি পরিবারে বৃষ্টিঝরা এক বিকেলে জন্মগ্রহণ করেন এস এম শাহনূর। পিতা হাজী আবদুল জাব্বার ও মাতা জাহানারা বেগমের স্নেহধন্য কনিষ্ঠ সন্তান তিনি। শৈশবকাল থেকেই তাঁর মধ্যে শিল্প-সাহিত্যের প্রতি এক স্বাভাবিক টান ছিল। স্কুলজীবনে তিনি কবিতা লিখতেন, গল্প বলতেন, মঞ্চে আবৃত্তি করতেন, বিতর্কে বিজয় ছিনিয়ে আনতেন—এভাবেই গড়ে উঠেছিল তাঁর মেধা ও ব্যক্তিত্বের অনন্য ভুবন।
#শিক্ষা_জীবন:
ধারাবাহিকভাবে প্রথম স্থান অধিকারকারী একজন অসাধারণ মেধাবী শিক্ষার্থী হিসেবে তিনি বিভিন্ন মেধাবৃত্তি ও বোর্ড স্কলারশিপ লাভ করেন। পরবর্তীতে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর (এমএসএস) ডিগ্রি অর্জন করেন। শুধু দেশেই নয়, বিদেশেও তাঁর শিক্ষাগ্রহণের বিস্তার ঘটে—চীনের Marine and Warfare Academy of China থেকে সামরিক ও উচ্চতর প্রযুক্তি বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করেন, যা তাঁর দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতাকে বহুমাত্রিক করে তোলে।
#কর্মজীবন_ও_আন্তর্জাতিক_অভিজ্ঞতা:
এস এম শাহনূরের পেশাগত জীবনও তাঁর সাহিত্যজীবনের মতোই বৈচিত্র্যময়। মেধা, শৃঙ্খলা ও দক্ষতার কারণে তিনি ভ্রমণ করেছেন এশিয়া ও ইউরোপের অসংখ্য দেশ—চীন, জাপান, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দুবাই, ভারত, মালদ্বীপ, সিঙ্গাপুর, লেবানন, তুরস্ক, সাইপ্রাস প্রভৃতি। জাতিসংঘের (UNIFIL) Maritime Task Force-এ শান্তিদূত হিসেবে ইসরাইল-লেবানন সীমান্তে দীর্ঘ সময় দায়িত্ব পালন করে তিনি মানবতার সেবায় আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেন।
#সাহিত্য_জীবন:
সাহিত্যচর্চার শুরু কৈশোরে। ১৯৯৪ সালে তাঁর প্রথম কবিতা “অগ্নি বাণী” একটি পত্রিকায় প্রকাশিত হয়। ১৯৯৬ সালে বাংলাদেশ বেতারে তাঁর কবিতা প্রথম সম্প্রচারিত হয়। ২০০৫ সালের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ “স্মৃতির মিছিলে” তাঁকে সাহিত্যপ্রেমীদের কাছে পরিচিত করে তোলে। এর পর থেকে তিনি কবিতা, উপন্যাস, ভ্রমণকাহিনী, গবেষণা, অনুবাদ, জীবনী ও নাটকের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন মাত্রা যোগ করে চলেছেন। তাঁর লেখনী বিশ্বের ৩০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে এবং দেশ-বিদেশের অসংখ্য পত্রিকা ও সাময়িকীতে নিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে। বিশ্বের অন্যতম বৃহৎ প্রকাশনা সংস্থা আমাজন (Amazon) থেকে প্রকাশিত বহু গ্রন্থে তাঁর লেখা স্থান পেয়েছে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত আন্তর্জাতিক অ্যান্থলজি THE BOOK OF HYPERPOEM -এ তিনি বাংলাদেশের প্রতিনিধিত্বকারী কবি।
#গবেষণা_ও_ঐতিহ্য_সংরক্ষণ:
একজন ইতিহাসপ্রেমী লেখক হিসেবে এস এম শাহনূর তাঁর জন্মভূমির শিকড় অনুসন্ধানে বিশেষ ভূমিকা রেখেছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া নামকরণের ইতিকথা, জেলার কাইতলা জমিদার বাড়ির ইতিহাস, এবং বহু গ্রামের নামকরণের প্রামাণ্য তথ্য উদঘাটন করেছেন, যা স্থানীয় ইতিহাস ও সংস্কৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাঁর বিশ্বাস—“মানুষ মরে যায়, কিন্তু ইতিহাস কখনও মরে না।”
#ব্যক্তিজীবন:
সহজ-সরল, স্নিগ্ধস্বভাব, মিষ্টভাষী ও সাদামনের মানুষ এস এম শাহনূর পরিবার, সাহিত্য ও সমাজ—তিন ক্ষেত্রেই সমান নিবেদিত। তাঁর জীবনসঙ্গিনী মোছাম্মৎ আমেনা শরীফ শাহীন একজন সরকারি অডিট কর্মকর্তা। তাঁদের একমাত্র কন্যা সামীহা নূর জারা। বর্তমানে তিনি জাতীয় দৈনিক ঐশী বাংলা-এর সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
#পুরস্কার_ও_স্বীকৃতি:
সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য এস এম শাহনূর দেশ-বিদেশে অসংখ্য সম্মাননা ও পুরস্কার লাভ করেছেন। শিশু অধিকার ও বাংলা সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার স্বীকৃতিস্বরূপ American University of Milford (USA) তাঁকে সম্মানসূচক Doctor of Literature (D.Lit) ডিগ্রি প্রদান করে।
#প্রকাশিত_গ্রন্থাবলি:
★ স্মৃতির মিছিলে (কাব্যগ্রন্থ) (২০০৫)
★ প্রজাপতি প্রেম (কাব্যগ্রন্থ) (২০০৬)
★ প্রেম আসে অসময়ে (উপন্যাস) (২০০৭)
★ চিরকুমার ও রাজকন্যা (বাংলাদেশ বেতারে প্রচারিত নাটক) (২০০৮)
★ নার্গিসের নজরুল (প্রবন্ধ) (২০০৮)
★ COLOUR OF MY LOVE (ইংরেজি কাব্যগ্রন্থ) (2009)
★ দীদারে মুহাম্মদ (সাঃ) (ধর্মীয় প্রবন্ধ) (২০০৯)
★ ব্রাহ্মণবাড়িয়া নামকরণের ইতিকথা (২০১০)
★ ভালোবেসে সাধ মিটেনি (উপন্যাস) (২০১১)
★ ভালো ছাত্র হওয়ার সহজ কৌশল (গবেষণা) (২০১৩)
★ পৃথিবীর পথেপথে (ভ্রমণকাহিনী) (১০১৭)
★ রবীন্দ্রনাথের স্মৃতিধন্য ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশ (ঐতিহাসিক) (২০১৯)
★ মেহারী ইউনিয়নের ইতিবৃত্ত (ঐতিহাসিক) (২০২০)
★ ছোটোদের দানবীর মহেচন্দ্র ভট্রাচার্য (জীবনী) (২০২১)
★ THE BOOK OF HYPERPOEM Published by Amazon (USA) (2023)
★ স্বর্গছায়া (কাব্যগ্রন্থ) (২০২৪)
★ TWINKLING OF STARS
(AN ANTHOLOGY OF SAARC COUNTRIES POETS) (2024)
★ CONTEMPORARY WORLD POETS (Published by Amazon (USA) (ANTHOLOGY) (2024)
★ ভিনদেশী কবিদের কবিতা (অনূদিত কাব্যগ্রন্থ) ২০২৫
(POEMS OF WORLD POETS)
#INTERNATIONAL_PUBLICATIONS_IN_BOOKS_JOURNALS_AND_MAGAZINES
♦️ HYPERPOEM — Edited by Alexander Kabishev — Russia / Ukiyoto.com
(Guinness Book of World Records)
♦️ MODERN POETS ANTHOLOGY — Edited by Tamikio L. Dooly — Minnesota, USA (Julio 2023) / Amazon.com
♦️ AZAHAR POETRY MAGAZINE — Edited by Jose Luis Rubio Zarzuela — Spain (Multiple issues)
♦️ SWEET SOUNDS OF AUTUMN POETRY — Edited by Tamikio L. Dooly — USA / Amazon.com
♦️ ENGLISH LANGUAGE AND LITERATURE MAGAZINE — Edited by Tamikio L. Dooly — Michigan Publishing Consultant
♦️ WORLD SMITH INTERNATIONAL EDITORIAL — Edited by Dr. Omatee Ann Marie Mansra (Multiple issues) — Amazon.com
♦️ AUTHENTIC AUTHORS AND POETS MAGAZINE — Edited by Tamikio L. Dooly — USA / Amazon.com
♦️ INTERNATIONAL NEWS NETWORK — Egypt
♦️ THE ELITE MAGAZINE — Edited by Dr. Narzin Bani Hashem — Abu Dhabi
♦️ PLOTS CREATIVE MAGAZINE — New York, USA
♦️ ALHARAM-ELMASRY-NEWS.NET — Egypt
♦️ PRODIGY MAGAZINE — December 2023 (Peace of Mind) — Published by Zlatan Demirovic — Bosnia & Herzegovina
♦️ WORLD CONTEMPORARY POETS, VOL. 2 — Edited by Shikdar Mohammed Kibriah — Published by Zlatan Demirovic, Prodigy Published — USA
♦️ TWINKLING OF STARS: AN ANTHOLOGY OF POETS FROM SAARC COUNTRIES — Edited by Sakil Kalam — Published 5 Feb 2024 / Amazon.com — Prodigy Published, USA
♦️ AREA FELIX — International e-Magazine for Creative Literature and Culture.
🌟 #পুরস্কার_ও_সম্মাননা 🌟
★ কাজী নজরুল সাহিত্য চর্চাকেন্দ্র কর্তৃক অগ্নিবীণা সাহিত্য পুরস্কার — ২০১৫
★ কলম সাহিত্য পুরস্কার — ২০১৮
★ কাব্যজগৎ কবিরত্ন সম্মাননা — ২০১৮
★ বিশ্ববাঙালি সম্মাননা (বিবাস – বাংলাদেশ) — ২০১৯
★ সকালের সূর্য (পাক্ষিক পত্রিকা) সাহিত্য বাসর সম্মাননা — ২০১৯
★ কবি মাইকেল মধুসূদন দত্ত সাহিত্য পুরস্কার — ২০১৯
★ খুলনা বিশ্ববিদ্যালয়ের ওংকার শৃণুতা সম্মাননা স্মারক — ২০২০
★ বল্লভপুর আইডিয়াল স্কুল কর্তৃক গুণিজন সংবর্ধনা — ২০২০
★ অমর একুশে সাহিত্য পুরস্কার — ২০২০
★ অলিকুঁড়ি সাহিত্য পরিষদ (নওগাঁ) কর্তৃক কবি আল মাহমুদ স্মৃতি পদক — ২০২২
★ অনলাইন লিটারেচার গ্রুপস ইউনিটি কর্তৃক (বিশ্বসাহিত্য কেন্দ্র) গুণিজন সাহিত্য সম্মাননা — ২০২২
★ স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ কর্তৃক (কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তন) সাহিত্য সম্মাননা স্মারক — ২০২২
★ জাগ্রত ব্যবসায়ী ও জনতা (সংগঠন) কর্তৃক জাগ্রত ডক্টরেট নক্ষত্র (D-50) সম্মাননা — ২০২৩
★ জাতীয় কবিতা মঞ্চ কর্তৃক (আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট – ঢাকা) সেরা লেখক সম্মাননা — ২০২৩
★ বাংলাদেশ নবীন প্রবীণ সাহিত্য মঞ্চ [(৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও গুণিজন সংবর্ধনা) বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ] কর্তৃক সম্মাননা স্মারক — ২০২৩
★ মাটির সুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ কর্তৃক (কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তন) সাহিত্য সম্মাননা স্মারক — ২০২৩
★ স্বপ্ন সাহিত্য চর্চা পরিষদ কর্তৃক (ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট – বাংলাদেশ) সাহিত্য সম্মাননা স্মারক — ২০২৩
★ কবি ও কবিতার ভুবন কর্তৃক (কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তন) সাহিত্য সম্মাননা স্মারক — ২০২৩
★ স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ কর্তৃক সাহিত্য সম্মাননা স্মারক — ২০২৩
★ স্বপ্নকথা সাহিত্য পরিষদ কর্তৃক সাহিত্য সম্মাননা স্মারক — ২০২৩
★ পাকনেত্র সাহিত্য পরিষদ (আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন) কর্তৃক সাহিত্য সম্মাননা স্মারক — ২০২৩
★ আস সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদ (২য় প্রতিষ্ঠা বার্ষিকী) কর্তৃক সাহিত্য সম্মাননা স্মারক — ২০২৩
★ দৈনিক ঐশী বাংলা (বিশ্বসাহিত্য কেন্দ্র) গুণিজন সম্মাননা — ২০২৪
★ স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ কর্তৃক [কাজী নজরুল ইনস্টিটিউট (৮ বিভাগীয় সাহিত্য সম্মেলন)] সাহিত্য সম্মাননা স্মারক — ২০২৪
★ কুমিল্লা কবি পরিষদ (৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও গুণিজন সংবর্ধনা) কর্তৃক শুভেচ্ছা স্মারক সম্মাননা — ২০২৪
★ জাতীয় কবিতা মঞ্চ (ঢাকা) ও Cultural Center – Embassy of Islamic Republic of Iran (Bd.) কর্তৃক (ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট – বাংলাদেশ) Poetry For Palestine Award — ২০২৪
★ World Wide Writers Association কর্তৃক (DU) Best Award Certificate — ২০২৪
★ বাংলাদেশ কালচারাল কল্যাণ পরিষদ (৭ম বর্ষপূর্তি / আপনজন মানবিক ফাউন্ডেশন) কর্তৃক সাহিত্য সম্মাননা — ২০২৫
★ দৈনিক ঐশী বাংলা জাতীয় সাহিত্য সম্মেলন (বিশ্বসাহিত্য কেন্দ্র) স্মারক সম্মাননা — ২০২৫
★ সুন্দরবন সাহিত্য পরিষদ কর্তৃক (বিশ্বসাহিত্য কেন্দ্র) গুণিজন স্মারক সম্মাননা — ২০২৫
★ New Generation Forum Bangladesh কর্তৃক (বিশ্বসাহিত্য কেন্দ্র) মুক্তি সংগ্রামী পদক — ২০২৫
#PRESTIGIOUS_INTERNATIONAL_AWARDS /MEDAL / CERTIFICATES / HONORS / LETTERS OF APPRECIATION / HONORARY DEGREES
PRESTIGIOUS INTERNATIONAL AWARDS:
✦ UNITED NATIONS PEACE MEDAL (UNIFIL-MTF) — 2015
✦ RAHIM KARIM WORLD LITERATURE PRIZE – 2022 (Kyrgyzstan)
✦ MESSENGER OF PEACE – 2022 (Iqra Foundation, India)
✦ GLOBAL POET AWARD – 2022 (World Poetic Fraternity, Texas, USA)
✦ SYRIA STAR FOR GLOBAL CULTURE – 2022 (International Cultural Forum for Humanity & Creativity, Syria)
✦ GOLDEN PEN AWARD FOR WORLD CULTURE – 2022 (ICFHC, Syria)
✦ SPORT TRIBUTE DIPLOMA – 2022 (International Hoshinkwan Hapkido Federation, Brazil)
✦ PERSONALITY OF THE YEAR – 2022 (Writers Union International)
✦ OSKAR AWARD – 2022 (Knights of the World Magazine)
✦ PEACE AMBASSADOR CERTIFICATE – 2022 (Elite Arab Creative Union)
✦ MOST OUTSTANDING GLOBAL HUMANITARIAN PERSONALITY OF THE YEAR – 2022 (Kingdom of Peace International Academy, UN DESA: 230816)
✦ WORLD CULTURE AWARD FOR ARTS & LITERATURE – 2022 (Syria / I.C.F.H.C)
✦ HUMANITY PEACE LITERATURE WSHPLA (BEST OF) – 2022 (World Spiritual Humanity Peace & Literary Association)
✦ GOLDEN BRIDGE AWARD – 2023 (World Foundation)
✦ MEDAL OF HONOR – 2023 (I.C.F.H.C, Syria)
✦ AMBASSADOR GOODWILL PEACE – 2023 (World Spiritual Humanity Peace & Literary Association)
✦ GLOBAL POET AWARD – 2024 (World Poetic Fraternity, Texas, USA)
✦ RECONOCIMIENTO DE HONOR – 2024 (Poetas Intergalacticos / Arte en Poesia, Ecuador)
✦ GLOBAL POET AWARD – 2025 (World Poetic Fraternity, Texas, USA)
#CERTIFICATES_OF_RECOGNITIONAL_AND_APPRECIATION
✦ GLOBAL CERTIFICATE OF EXCELLENCE – 2022 (Syria)
✦ HIGHER HONORS CERTIFICATE – 2022 (Kings of Peace International Culture Forum & Heritage – KMK / Kutai Mulawarman Kingdom)
✦ CERTIFICATE OF APPRECIATION – 2023 (PLOTS Creative Magazine’s Forum)
✦ AMBASSADOR OF PEACE – 2023 (Iqra Foundation, India)
✦ CERTIFICATE OF COLLABORATION – 2023 (Dolley’s Publication)
✦ CERTIFICATE OF APPREHENSION – 2023 (Worldsmith International Editorial)
✦ CERTIFICATE OF AN AMBASSADOR OF DEDICATION & SINCERITY – 2023 (UNUFP – United Nations University for Freedom & Peace)
✦ JOINT HIGH HONORARY CERTIFICATE – 2024 (Islah Academy for Development & World Peace + World Spiritual Humanity Peace & Literary Association)
✦ NEIGHBOR LOVE CERTIFICATE – 2024 (SAPS Polaska, Poland)
✦ GLOBAL INTELLECTUAL CERTIFICATE – 2024 (I.C.F.H.C)
✦ CERTIFICATE – THE KING OF PEACE – 2024 (International Union Peace Federation)
✦ JOINT CERTIFICATE OF APPRECIATION – 2024 (International Youth Organization for Peace, HUM)
✦ GLOBAL EXCELLENCE CERTIFICATE – 2024 (I.C.F.H.C)
✦ HIGH HONOR CERTIFICATE – 2023 (As Translator of the World Poetry Anthem, USA, Texas)
✦ HYPERPOEM DIPLOMA OF PARTICIPATION – 2023 (Participant Registration No. 1672)
#HONORARY_DOCTORATES_AND_SPECIAL_TITLES
✦ HONORARY DOCTORATE IN LITERATURE (D.LITT) – 2022 (American University of Milford, USA – For poetry on child rights & promoting own culture internationally)
✦ HONORARY DOCTOR – 2022 (Elite Arab Creative Union – International Accreditation No. 9/106 M.S)
✦ HONORARY DOCTOR DEGREE OF HUMANITARICS – 2022 (Prixon Church & University, Miami, Florida – December 20, 2022)
✦ GLOBAL PEACEMAKER DOCTORATE – 2022 (Writer’s Union International & International Union Peace Federation – International Accreditation No. 9/107 M.S)
#উপসংহার:
এস এম শাহনূর কেবল একজন লেখক নন—তিনি এক সৃষ্টিশীল স্বপ্নযোদ্ধা, যিনি বাংলা সাহিত্যের ভাণ্ডারকে সমৃদ্ধ করে চলেছেন নিরলসভাবে। তাঁর কলমের প্রতিটি শব্দ সময়ের পাতায় অমলিন হয়ে থাকবে, প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেবে সৃষ্টিশীলতার আলোকধারা।
#তথ্যসূত্র: বঙ্গপিডিয়া
Leave a Reply