মানস কুমার মাইতি
আমার পিতৃপুরুষের প্রবাহ বিছিয়ে দিয়েছি ধান পাতায়,
শান্ত অবসর সরিয়ে শিকড়ের মগ্নতায় ঢেলেছি শ্রম,
চেয়েছি ফসল ..
তোমার এক একটা স্পর্শে বুকের শক্ত মাটিও ভিজে কাদা হয়েছে, জল চুয়ে চুয়ে পড়ছে – আমি ধীরে ধীরে গড়ছি একতারা,
হচ্ছি বাউল তুমি নীরবে ঢেকেছো পূর্ণতায়। আমাকে শূন্য ভেবে ছেড়ে গেছো গ্রাম, মাটি ।
আমি অবসর সরিয়ে বারবার কেঁদেছি মাটি ছুঁয়ে…
Leave a Reply