বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০১ অপরাহ্ন

শিরোনাম :
ঢাবিতে যুবক হত্যা জড়িতদের গ্রেপ্তার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কাজে না ফেরা পুলিশ সদস্যদের আর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা তরুণ সম্পাদক বিপুল চন্দ্র রায় ও সাহিত্য পত্রিকা বাংলার শব্দচাষী বিশ্বকবি কাজী নজরুল ইসলাম স্মৃতি পুরস্কার পেলেন কবি ফারুক আহমেদ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী ত্রাণ তহবিলের টাকা কেন ব্যাংকে রাখা হয়েছে সে বিষয়ে মুখ খুলেছেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ আইসিটি সচিব হলেন শীষ হায়দার চৌধুরী কসবায় চকচন্দ্রপুর হাফেজি মাদ্রাসায় পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ কসবায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সার, বীজ ও অর্থ বিতরণ
অবহেলায় রোগীর মৃত্যু: স্বজদের হামলায় জামালপুর হাসপাতালে চিকিৎসক আহত আসবাবপত্র ভাংচুর

অবহেলায় রোগীর মৃত্যু: স্বজদের হামলায় জামালপুর হাসপাতালে চিকিৎসক আহত আসবাবপত্র ভাংচুর

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুর ২৫০ শয্যার হাসপাতালের জরুরি বিভাগে ষাটোর্ধ বয়সের একজন নারী রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনরা জরুরি বিভাগে হামলা, ভাংচুর এবং হাসপাতাল গেটে দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে । হামলায় জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক চিরঞ্জীব সরকার ও চারজন ইন্টার্ন চিকিৎসক গুরুতর আহত হয়েছেন। ২৫ ডিসেম্বর দুপুর দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে জরুরি বিভাগের কার্যক্রম বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার ২৫ ডিসেম্বর বেলা পৌনে একটার দিকে জামালপুর শহরের ইকবালপুর এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী গুরুতর অসুস্থ করিমনকে (৬৪) জামালপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান রোগীর কয়েকজন স্বজন। এ সময় কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক চিরঞ্জীব সরকার প্রাথমিক পর্যবেক্ষণ করে রোগী করিমনকে হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করাতে বলেন। তাকে ওই ওয়ার্ডে ভর্তি করা হয় দুপুর একটা ৮ মিনিটে।

ওয়ার্ডে কর্তব্যরত নার্স ও চারজন ইনটার্ন চিকিৎসক রোগীকে ভর্তি করিয়ে অক্সিজেন দেন। কিন্তু কয়েক মিনিটের মধ্যে রোগী আরও শঙ্কটাপন্ন হয়ে পড়লে রোগীর স্বজনরা বেশি মাত্রায় অক্সিজেন দিতে বলেন। কিন্তু দায়িত্বরত চিকিৎসকের পরামর্শ ছাড়া বেশি মাত্রায় অক্সিজেন দিতে রাজি না হওয়ায় রোগীর স্বজনদের সাথে ইন্টার্ন চিকিৎসকদের তর্কের একপর্যায়ে রোগীর স্বজনরা চারজন ইন্টার চিকিৎসককে মারধর করেন। এতে তারা গুরুতর আহত হন। তারা সবাই শেখ হাসিনা মেডিক্যাল কলেজের শিক্ষার্থী।

পরে রোগীর স্বজনরা রোগীকে ওয়ার্ড থেকে তুলে নিয়ে পুনরায় জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক চিরঞ্জীব সরকার রোগীকে মৃত ঘোষণা করেন। এ সময় রোগীর স্বজনরা অবহেলায় তাদের রোগীর মৃত্যুর অভিযোগ তুলে জরুরি বিভাগে হট্টগোল বাজান। একপর্যায়ে রোগীর স্বজনরা জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক চিরঞ্জীব সরকারের কক্ষে হামলা, তাকে বেধড়ক মারধর, জরুরি বিভাগের আরও দুটি কক্ষের আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম ভাংচুর এবং ফাইল খাতাপত্র তছরুপ করেন।
এর কিছুক্ষণ পর রোগীর এলাকা ইকবালপুর থেকে আরও অর্ধশত লোকজন হাসপাতালে গিয়ে হামলা চালানোর চেষ্টা করে। এ সময় শেখ হাসিনা মেডিক্যাল কলেজের বিভিন্ন বর্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সাথে রোগীর পক্ষের লোকজনদের দুই দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সেখান থেকে কয়েকজন ইন্টার্ন চিকিৎসকসহ অন্তত ১০ জনকে আটক থানায় নিয়ে যায়। পরে তাদেরকে ছেড়ে দিয়েছে পুলিশ।

বহিরাগতদের হামলায় গুরুতর আহত হয়েছেন চিকিৎসক চিরঞ্জীব সরকার, ইন্টার্ন চিকিৎসক রিয়াদ মাহমুদ, হাবিবুল্লাহ রহমান, রাকিবুল হাসান ও রিদম। তাদের মধ্যে ইন্টার্ন চিকিৎসকরা তাদের আবাসিক হলে এবং চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক চিরঞ্জীব সরকার হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকদের রেস্টরুমে চিকিৎসাধীন রয়েছেন।
জামালপুর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ মাহফুজুর রহমান এ ঘটনা প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, হাসপাতালের ওয়ার্ড, জরুরি বিভাগে হামলা, ভাংচুর এবং চিকিৎসা কর্মকর্তা ও ইন্টার্ন চিকিৎসকদের মারধর করে আহত করার ঘটনাটি খুবই দুঃখজনক। বিষয়টি তদন্ত করে জরুরি ভিত্তিতে এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জামালপুর সদর থানার ওসি মো. রেজাউল ইসলাম খান সংবাদ মাধ্যমকে বলেন, সদর হাসপাতালে গন্ডগোলের ঘটনায় কোন পক্ষ থানায় অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে থানায় আনার পর তাদেরকে ছেড়ে দিয়েছি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD