আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
অভাবের তাড়নায় এবং পরিবারে অধীক সদস্যের ভরণ পোষণ বহন করার মতো সামর্থ না থাকায় নবজাতক জমজ দুই সন্তানকে বিক্রি করেন। নবজাতকদের হারিয়ে মায়ের আহাজারি কথা সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে প্রকাশিত খবরটি জামালপুরের জেলা প্রশাসক মো.এনামুল হকের দৃষ্টি আকর্ষিত হয়।পরে তিনি বৃহস্পতি বার ৭ জানুয়ারি ছুটে যান জামালপুর পৌরসভার রামনাগর গ্রামের দিনমজুর আলী আকবরের অন্যের আশ্রিত বাড়িতে। অনেকটাই কর্মহীন আকবরের জন্য একটি ঘর এবং কর্মসংস্থানের জন্য একটি মুদির দোকান করে দেয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক । প্রাথমিক পর্যায়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটির হাতে জমজ শিশুদের জন্য ১০ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হয়। এই ঘটনায় স্থানীয় এলাকাবাসী জেলা প্রশাসকের মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন।
Leave a Reply