মাহবুবা ফারুক
জেনেছি এক চিরায়ত কাহিনী
একটি পাতা ঝরে গেছে তোমার বৃক্ষের ভালোবাসার শাখা থেকে।
কুড়িয়ে তুলে দেখেছি
ঝরা পাতায় লেখা আছে আমার নাম।
হ্যাঁ
আমি তো তোমারই ছিলাম।
পাতা ঝরে
কেন ঝরে
কি করে ঝরে
কেউ তার কারণ খোঁজেনা
অথবা জেনেও কিছু করার থাকেনা
জন্ম নিয়ে জানলাম ঝরে যাওয়াই সত্য।
Leave a Reply