দাকোপ থেকে জয়ন্ত কুমার রায়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অব্যহত উন্নয়নে দেশ আজ উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে,আওয়ামীলীগ সরকার রাষ্ট্রিয়ক্ষমতায় থাকলে দেশের একটি মানুষ ও খাদ্য অভাবে থাকেনা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অঙ্কন করেছিলেন লাল সবুজের স্বাধীন বাংলাদেশ। আর বাবার রেখে যাওয়া স্বপ্ন সঠিক রুপে রুপান্তরিত করতে তিলে তিলে রুপরেখা দিচ্ছেন সেই বাংলদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই দেশের ও জাতীর উন্নয়নে আওয়ামীলীগ সরকার কে বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে সকল কে নৌকা প্রতিকের প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করতে হবে।
খুলনার দাকোপের বাজুয়া খুটাখালীবাজারে লাউডোব ইউনিয়ন আওয়ামীলীর উদ্যোগে ২৬ ফ্রেবুয়ারী শুক্রবার বিকাল চারটার
দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম
শত বর্ষ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। লাউডোব ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি সাগর বাছাড়ের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ যুবরাজের পরিচালনায়
প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন খুলনা -১আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য ননীগোপাল মন্ডল। এসময় তিনি বলেন ১৯৫২ সালের এই দিনে শহীদের শাণিত ধারায় যে আলোকিত পথের উন্মোচন ঘটে
ছিল, সেই পথ ধরে এসেছিল স্বাধীনতা।তাই আজ লাখো বাঙালি সবটুকু আবেগ ঢেলে দিয়ে স্মরণ করবে।
১৯৫২ সালের ২৭জানুয়ারী পল্টন ময়দানে পুর্ববঙ্গের প্রধানমন্ত্রী নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় পাকিস্হানে
প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ঘোষণা করেন
উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। মায়ের ভাষা বাংলাকে কেড়ে নেওয়ার প্রতিবাদে ফুঁসে উঠে
বাংলার ছাত্র জনতা। এরপ্রতিবাদে ২১ ফ্রেব্রুয়ারী ১৪৪ ধারা ভঙ্গ করা হয়।ছাত্রদের বিক্ষোভের মুখে পুলিশ ছাত্রদের মিছিলে গুলি চালায়। রক্তে ভেষে যায়
রাজপথ।এতে রফিক, সালাম,বরকত, জব্বার,সফিউর
সহ নাম না জানা অনেকে শহীদ হন।এরপর সারাদেশে
ছড়িয়ে পড়ে ভাষা আন্দোলন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুরআলী খান,অসিত বরন সাহা,অ্যাডঃ জিএম কামরুজ্জামান,দেবপ্রসাদ গাইন,সমারেশ রায়, প্রসেনজিৎরায়,অধ্যাপক ধউব্রশংকর রায়,শীবেন্দ্রনাথ রায়,অচিন্ত সাহা,নিহার মন্ডল,রিতা সরকার নিতাই মন্ডল, প্রমুখঃ
Leave a Reply